পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নমি সত্য সনাতন নিত্য ধনে, নমি ভক্তিভরে নমি কায়মনে । নমি বিশ্বচরাচর লোকপতে নমি সর্বজনাশ্রয় সবগতে । নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে, নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে । তব জ্যোতিবিভাসিত বিশ্বপটে মহাশূন্যতলে তব নাম রটে । কত সিন্ধুতরঙ্গিত ছন্দ ভরে কত স্তবধ হিমাচল ধ্যান করে ! কত সৌরভ সঞ্চিত পুতপদলে কত সূর্য বিলুঠিত পদতলে । কত বন্দনঝঙ্কত ভক্তচিতে নমি বিশ্ব বরাভয় মৃত্যুজিতে । সন্দেশ-বৈশাখ, ১৩২১ কানে খাটো বংশীধর কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি, গুনগুনে গান গায় আর নাড়ে দাড়ি। চলেছে সে একমনে ভাবে ভরপুর, সহসা বাজিল কানে সুমধুর দুর। বংশীধর বলে, “আহা, না জানি কি পাখি সুদূরে মধুর গায় আড়ালেতে থাকি ৷ দেখ, দেখ সুরে তার কত বাহাদুরি, কালোয়াতি গলা যেন খেলে কারিকুরি ॥" এদিকে বেড়াল.ভাবে, "এযে বড়ো দায়, প্রাণ যদি থাকে তবে ল্যাজখানি যায় ৷ বিবিধ কবিতা Q গলা ছেড়ে চেচামেচি এত করি হয়, তবু যে ছাড়ে না বেটা, কি করি উপায়। আর তো চলে না সহা এত বাড়াবাড়ি, যা থাকে কপালে দেই এক থাবা মারি ॥’ বংশীধর ভাবে, "একি। বেসুরা যে করে, গলা গেছে ভেঙে তাই 'ফ্যাস্ সুর ধরে ॥ হেনকালে বেরসিক বেড়ালের চাটি, একেবারে সব গান করে দিল মাটি । সন্দেশ - কাতিক, ১৩২৩ বর্ষশেষ শুন রে আজব কথা, শুন বলি ভাই রে--- বছরের আয়ু দেখ আর বেশি নাই রে । ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নুতন বরষ আসে, কোথা হতে বল সে ! কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে ! পাকে পাকে দিনরাত ফিরে আসে বার বার, ফিরে আসে মাস ঋতু -এ কেমন কারবার। কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ, হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ । রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায়, বিনা কাটা কম্পাসে বিনা কল কৰজায় । ঘুরপাকে ঘুরে চলে, চলে কত ছন্দে, তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে । সন্দেশ-চৈত্র, ১৩২৩ 8?,0;