পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খামচা, খবিল, ডাইনেবাঁয়ে, হুড় মুড়িয়ে হুলোর মতো।
তক্ক যখন শান্ত হল, ক্ষান্ত হল আঁচড়দাগা,
থাকত দুটো আস্ত বেড়াল, রইল দুটো ল্যাজের ডগা॥

তিনবুড়ো পণ্ডিত টাকচুড়ো নগরে
চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে।
গামলাতে ছেঁদা ছিল, আগে কেউ দেখে নি,
গানখানি তাই মোর থেমে গেল এখনি॥

ছোটো-ছোটো ছেলেগুলো কিসে হয় তৈরি,
—কিসে হয় তৈরি?
কাদা আর কয়লা, ধুলো, বালি, ময়লা,
এই দিয়ে ছেলেগুলো তৈরি।
ছোটো-ছোটো মেয়েগুলি কিসে হয় তৈরি?
কিসে হয় তৈরি?
ক্ষীর, দধী, চিনি আর ভালো যাহা দুনিয়ার,
মেয়েগুলি তাই দিয়ে তৈরি॥

“ম্যাও ম্যাও হুলোদাদা, তোমার যে দেখা নাই?”
“গেছিলাম রাজপুরী রানীমার সাথে ভাই।”
“তাই নাকি? বেশ, বেশ, কি দেখেছ সেখানে?”
“দেখেছি ইঁদুর এক রানীমার উঠানে।”

গাধাটার বুদ্ধি দেখ চটি মেরে সে নিজের গালে,
কে মেরেছে দেখবে বলে চড়তে গেছে গাছের চালে॥

রঙ হল চিড়েতন, সব গেল ঘুলিয়ে,
গাধা যায় মামাবাড়ি টাকে, হাত বুলিয়ে
বেড়াল মরে বিষম খেয়ে, চাঁদের ধরল মাথা,
হঠাৎ দেখি ঘরবাড়ি সব ময়দা দিয়ে গাঁথা॥

কেন সব কুকুরগুলো খামখা চ্যাঁচায় রাতে?
কেন বল দাঁতের পোকা থাকে না ফোকলা দাঁতে
পৃথিবীর চ্যাপটামাথা, কেন সে কানের দোষে?
এসো ভাই চিন্তা করি দুজনে ছায়ায় বসে॥


দাদা গো দাদা, সত্যি তোমার সুরগুলো খুব খেলে!
এমনি মিঠে, ঠিক যেন কেউ গুড় দিয়েছে ঢেলে।

দাদা গো দাদা, এমন খাসা কণ্ঠ কোথায় পেলে?
এই খেলে যা! গান শোনাতে আমার কাছেই এলে?
দাদা গো দাদা, পায় পড়ি তোর, ভয় পেয়ে যায় ছেলে—
গাইবে যদি ঐখেনে গাও, ঐদিকে মুখ মেলে।


শ্রীগোবিন্দ-কথা

আমি অর্থাৎ শ্রীগোবিন্দ মানুষটি নই বাঁকা।
যা বলি তা ভেবেই বলি, কথায় নেইকো ফাঁকা
এখানকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে
দেখতে চাও তো দিতে পারি সাটিফিকেট এনে
ভাগ্য আমায় দেয় নি বটে করতে বি. এ. পাশ
তাই বলে কি সময় কাটাই কেটে ঘোড়ার ঘাস?
লোকে যে কয় বিদ্যে আমার কথামালাই শেষ
এর মধ্যে সত্যি কথা নেইকো বিন্দুলেশ।
ওদের পাড়ার লাইব্রেরিতে কেতাব আছে যত?
কেউ পড়েছে তন্নতন্ন করে আমার মতো?

বিবিধ কবিতা