পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।




কানা-খোড়া সংবাদ

পুরাতন কালে  ছিল দুই রাজা,
নাম-ধাম নাহি জানা,
একজন তার  খোড়া অতিশয়,
অপর ভূপতি কানা।
মন ছিল খোলা,  অতি আলাভোলা,
ধরমেতে ছিল মতি,
পরধনে সদা  ছিল দোহাকার
বিরাগ বিকট অতি!
প্রতাপের কিছু  নাহি ছিল ক্রটি,
মেজাজ রাজারই মতো,
শুনেছি কেবল  বুদ্ধিটা নাকি
নাহি ছিল সরু তত।
ভাই ভাই মতো  ছিল দুই রাজা,
না ছিল ঝগড়াঝাটি
হেনকালে আসি  তিন হাত জমি
সকল করিল মাটি।
তিন হাত জমি  হেন ছিল তাহা
কেহ নাহি জানে কার,
কহে খোড়া রায়,  এক চক্ষু যার
এ জমি হইবে তার ৷”

৪০
সুকুমার সমগ্র রচনাবলী।২