এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ওদিকে ছ্যাক্ড়াগাড়ি
ছুটে চলে তাড়াতাড়ি
ছিট্কিয়ে কাঁড়ি কাঁড়ি ঘোলাজল৷
সহসা সে জল লাগে
জামার পিছন বাগে
বাবু করে মহারাগে কোলাহল৷
সন্দেশ-আশ্বিন, ১৩২৯
কিছু চাই
কারোর কিছু চাই গো চাই?
এই যে খোকা, কি নেবে ভাই?
জলছবি আর লাট্টু লাটাই,
কেকবিস্কুট, লাল দেশলাই,
খেল্না, বাঁশি, কিম্বা ঘুড়ি,
লেড্-পেনসিল, রবার, ছুরি?
এ-সব আমার বাক্সে নাই,
কারোর কিছু চাই গো চাই?
কারোর কিছু চাই গো চাই?
বৌমা কি চাও শুনতে পাই?
ছিটের কাপড়, চিকন লেস,
ফ্যান্সি জিনিস, ছুঁচের কেস,
আলতা, সিঁদুর, কুন্তলীন,
কাঁচের চুড়ি, বোতাম, পিন্?
আমার কাছে ও-সব নাই,
কারোর কিছু চাই গো চাই?
কারোর কিছু চাই গো চাই?
আপনি কি চান কর্তামশাই?
পকেট-বই কি খেলার তাস,
চুলের কলপ, জুতোর ব্রাস,
কলম, কালি, গঁদের তুলি,
নস্যি, চুরুট, সূর্তি গুলি?
ও-সব আমার কিছুই নাই,
কারোর কিছু চাই গো চাই?
সন্দেশ— কার্তিক, ১৩৩০