পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/১৩৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

লাগল। রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না। সে গিয়ে মন্ত্রীকে খবর দিল।

 মন্ত্রী বললেন, “তাই তো হে, এটা তো আগে খেয়াল হয় নি। তা এখন তো আর উপায় নাই, মহারাজের হুকুম নড়চড় হতে পারে না!”

 তারপর আবার কয়েকদিন গেল। ভাণ্ডারী আবার মহাব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসাব শোনাতে চলল। হিসাব শুনে মন্ত্রীমশায়ের মুখের তালু শুকিয়ে গেল।

 তিনি ঘাম মুছে, মাথা চুলকিয়ে, দাড়ি হাতড়িয়ে বললেন, “বল কি হে। এখনি এত? তা হলে মাসের শেষে কত দাঁড়াবে?”

 ভাণ্ডারী বলল, “আজ্ঞে তা তো হিসাব করা হয় নি!”

 মন্ত্রী বললেন, “দৌড়ে যাও, এখনি খাজাঞ্চিকে দিয়ে একটা পুরো হিসাব করিয়ে আন।”

 ভাণ্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চলল; মন্ত্রীমশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন।

 আধ ঘণ্টা যেতে না যেতেই ভাণ্ডারী কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির।

 মন্ত্রী বললেন, “সবসুদ্ধ কত হয়?”

ভাণ্ডারী হাত জোড় করে বলল, “আজ্ঞে, এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো পনের টাকা পনের আনা তিন পয়সা।” মন্ত্রী চটে গিয়ে বললেন, “তামাশা করছ নাকি?” ভাণ্ডারী বলল, “আজ্ঞে তামাশা করব কেন? আপনিই হিসাবটা দেখে নিন!”

১ম দিন—
২য় দিন—
৩য় দিন—
৪র্থ দিন—
৫ম দিন—
৬ষ্ঠ দিন—
৭ম দিন—
৮ম দিন—
৯ম দিন—
১০ম দিন—
১১শ দিন—
১২শ দিন—
১৩শ দিন—
১৪শ দিন—
১৫শ দিন—
 

৫ 
১০
৴৹   
৵৹   
৷৹     
॥৹     
১৲       
২৲       
৪৲       
৮৲       
১৬৲       
৩২৲       
৬৪৲       
১২৮৲       
২৫৬৲       
 

১৬শ দিন—
১৭শ দিন—
১৮শ দিন—
১৯শ দিন—
২০শ দিন—
২১শ দিন—
২২শ দিন—
২৩শ দিন—
২৪শ দিন—
২৫শ দিন—
২৬শ দিন—
২৭শ দিন—
২৮শ দিন—
২৯শ দিন—
৩০শ দিন—
মোট

৫১২৲    
১,০২৪৲    
২,০৪৮৲    
৪,০৯৬৲    
৮,১১২৲    
১৬,৩৮৪৲    
৩২,৭৬৮৲    
৬৫,৫৩৬৲    
১,৩১,০৭৩৲    
২,৬২,১৪৪৲    
৫,২৪,২৮৮৲    
১০,৪৮,৫৭৬৲    
২০,৯৭,১৫২৲    
৪১,৯৪,৩০৪৲    
৮৩,৮৮,৬০৮৲    
১,৬৭,৭৭,২১৫৸৶১৫

এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল। মন্ত্রীমশাই হিসাব

১২৮
সুকুমার সমগ্র রচনাবলী