পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


মারের চোটে চেচিয়ে বাড়ি মাথায় করে তোলে,

শ‍ুনে মায়ের বুক ফেটে যায়, ‘হায় কি হল’ বলে।


পিসি ভাসেন চোখের জলে কুটনো কোটা ফেলে,

আহ্লাদেতে পাশের বাড়ির আটখানা হয় ছেলে॥

সন্দেশ—১৩২৯
বিবিধ কবিতা
১৫৭