মারের চোটে চেচিয়ে বাড়ি মাথায় করে তোলে, শুনে মায়ের বুক ফেটে যায়, ‘হায় কি হল’ বলে।
পিসি ভাসেন চোখের জলে কুটনো কোটা ফেলে, আহ্লাদেতে পাশের বাড়ির আটখানা হয় ছেলে॥