পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লোভী ছেলে

কি ভেবে যে আপন মনে
হাসি আসে ঠোঁটের কোণে,
আধ-আধ ঝাপসা বুলি,
কোন কথা কয় না খুলি।
বসে বসে একলা নিজে
লোভী ছেলে ভাবেন কি যে—
শুধু শুধু চামচ চেটে
মনে মনে সাধ কি মেটে?
একটুখানি মিষ্টি দিয়ে
রাখ আমায় চুপ করিয়ে,
নৈলে পরে চেঁচিয়ে জোরে
তুলব বাড়ি মাথায় করে॥
সন্দেশ—১৩২৩


সাহস

পুলিশ দেখে ডরাই নে আর, পালাই নে আর ভয়ে,
আরশুলা কি ফড়িং এলে থাকতে পারি সয়ে,
আঁধার ঘরে ঢুকতে পারি এই সাহসের গুণে,
আর করে না বুক দুরদুর জুজুর নামটি শুনে,
রাত্তিরেতে একলা শুয়ে তাও তো থাকি কত,
মেঘ ডাকলে চেঁচাই নেকো আহাম্মুকের মতো।
মামার বাড়ির কুকুরদুটোর বাঘের মতো চোখ,
তাদের আমি খাবার খাওয়াই এমনি আমার রোখ!
এমনি আরো নানান দিকে সাহস আমার খেলে,
সবাই বলে ‘খুব বাহাদুর’ কিংবা ‘সাবাস ছেলে'।
কিন্তু তবু, শীতকালেতে সকালবেলায় হেন
ঠাণ্ডা জলে নাইতে হলে কান্না আসে কেন?
সাহস টাহস সব যে তখন কোনখানে যায় উড়ে—
ষাঁড়ের মতন কণ্ঠ ছেড়ে চেঁচাই বিকট সুরে!

সন্দেশ--১৩২৪

বিবিধ কবিতা
১৬৫