পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিচিত্র-চিন্তা

আশ্চর্য

নিরীহ কলম, নিরীহ কালি,
নিরীহ কাগজে লিখিল গালি—
‘বাঁদর, বেকুব, আজব হাঁদা,
বকাট ফাজিল, অকাট গাধা!’

আবার লিখিল কলম ধরি
বচন মিষ্টি, যতন করি
‘শান্ত, মানিক, শিষ্ট, সাধ,
বাছা রে, ধন রে, লক্ষী, যাদু।

মনের কথাটি ছিল যে মনে,
রটিয়া উঠিল খাতার কোণে,
আঁচড়ে আঁকিতে আখর ক’টি,
কেহ খুশি, কেহ উঠিল চটি!

রকম-রকম কালির টানে
কারো হাসি, কারো অশ্রু, আনে,
মারে না, ধরে না, হাঁকে না বলি,
লোকে হাসে কাঁদে কি দেখি ভুলি?

সাদায় কালোয় কি খেলা জানে?
ভাবিয়া ভাবিয়া না পাই মানে॥
সন্দেশ-১৩২৬

১৭২
সুকুমার সমগ্র রচনাবলী