পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাড়ে চোদ হাজার মাতৃভক্ত ভারত সন্তান সহ্য হবে না হবে না তাদের হৃদয়ে সবাই জাগো জাগো উঠে পড়ে লাগো দেশোধারে রতী হও হে! দলিরাম। এই! সিডিশাস! পণ্ডিত। অ্যাঁ, কি বললে ? রাজদ্রোহসচক ? অ্যা?ি খে’টরাম। তবে রে! সিডিশাস গান কচ্ছিস কেন রে ? দলিরাম। জানিস, আমার মামাতো ভাই গবমেন্টের চাকরি করে। খোঁটরোম। হ্যাঁরে, ওর মামাতো ভাইয়ের চাকরি ঘোচাবি কেন রে ? কেবল। আমি তো জানতুম নে—আমি তো জানতুম নে— পণ্ডিত। জানতি নে কিরে ? কেন জানতি নে ? পণ্ডিতের কেবলচাঁদকে প্রহার কেবল। কী ! মারলি কেন রে ; ফের মার দেখি ! পণ্ডিতের কেবলচাঁদকে পুনঃপ্রহার এবার মারবি তো একেবারে-- পণ্ডিতের কেবলচাঁদকে পুনঃপ্রহার উঃ! এত জোরে মারলি কেন রে ইস্টপিট! দড়িা দেখাচ্ছি— কেবলচাঁদের পলায়ন পণ্ডিত। যা না গাইলেন। গলা শনলে ছত্রিশ রাগিণী ছটে পালায়। দলিরাম। ওর পেটের মধ্যে ডুবরি নামালে, গানের "গ’টা মেলে কিনা সন্দেহ ! পণ্ডিত। তোমরা কোথেকে এ-সব আপদ জোটাও হে? জমিদারমশায়ের খ্যাতি প্রতিপত্তির দিকে কি তোমাদের একটাও দটি নেই ? খে ট্রাম। এই দলিরামটাই তো যত নন্টের গোড়া, যত রাজ্যের আঘামারা রোথো লোক নাটক ডেকে আনবে ! দলিরাম। বিলক্ষণ। আমি ডেকে আনলাম ? আমার সাতজন্মে ওর সঙ্গে আলাপ নেই। খে"ট্রাম। এত করে বারণ কলালম, তব: ডেকে আনলে ! দলিরাম । না, মশাই! ও নিজে ডেকে এনেছে আমি আদবে কিছ জানি নে! পণ্ডিত । জানো না তো জানো না –তা অত গরম হবার দরকার কি ? আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে - উষ্ণত্বমগ্ন্যা তপসং প্রয়োগাং-— জমিদার । এবারে গরমটা কেমন টের পাছ বল দেখি-— খে ট্রাম। আঃ! গরম বলে গরম ! আগন লগে কোথা! উঃ ! দলিরাম। আমাদের বেড়ালটা সদি-গামী হয়ে মারা গেছে— জমিদার। এ-সব বোধ হয় সেই ধনুমকেতুর জনো--- পন্ডিত। হ্যাঁ, সিদিন আমাদের ওখেনে ধরমকেতুর ন্যাজ দেখা গিছিল-- দলিরাম। কার ন্যাজ কে জানে ? খে“টরাম। ওঁরই ন্যাজ হয়তো। জমিদার। ধনুমকেতুটা এসে কি কাণ্ডই কলাল ? ঝড়, বটি, ভূমিকম্প-- খোটরাম। প্লেগ, দভিক্ষ, বেরিবেরি— দলিরাম। পানের পোকা, এলাহাবাদ একজিবিশান! পণ্ডিত। আমি শুনেছি ঐ পানের পোকার খবরটা নাকি সত্যি নয়! খে"ট্রাম। আলবাৎ সত্যি! নন্দলাল ডাক্তার সবচক্ষে দেখেছে লোকে পান খাচ্ছে আর মরছে ! জমিদার। ঈস! বল কি হে? তাহলে তো কাথাটা সত্যি বলতে হবে। পণ্ডিত। হ্যাঁ—দ্রবীণ দিয়ে সে পোকা দেখা গেছে— খে ট্রাম। কলকেতার সায়েব ডাক্তার বলেছে তার ভয়ঙ্কর তেজাল বিষ। 었을)