পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খোটরাম ও দলিরামের প্রবেশ খে"ট্রাম। দেখ, মেলা চালাকি করিস নে, কিছু বলি নে বলে ? দলিরাম। একদিন ধরে এইসা পিটটি দেব— খে"ট্রাম। দেখ এ-সব আমি পছন্দ করি না কিন্তু— দলিরাম। দাঁড়া, আমার গায়ের লোক দটোকে ডেকে আনছি— পণ্ডিতের প্রবেশ পন্ডিত। (দলির প্রতি) ওহে, হস্ত থাকিতে কেন মুখে কথা বল, ঘা দু-চার লাগিয়ে দেও না— খোটরাম ও দলিরামের লড়াই—পণ্ডিতের বাধা প্রদান অ্যাঁ! মারামারি কচ্ছ ? এক্ষনি ঘাড় ধরে বের করে দেব। খে’টরাম। কি! উড়ে এসে জড়ে বসেছেন, আবার কথার ভঙ্গি দেখ। দলিরাম। ঘাড় ধরবে ? লোকদটো গেল কোথায় ? পন্ডিত। তোমাকে বলি নি তো! তোমাকে दकिन नि ! খে’টরাম। তবে আমাকে বলেছ ? খে’টরামের পণ্ডিতকে প্রহার পন্ডিত। ইকী! উঃ! ওরে রামা ! রামারে! শিগগির ছটে আয়, ওহে, উঃ! দেখ, আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে—উঃ! কেদারকৃষ্ণ ও রামকানাইয়ের প্রবেশ রামকানাই। তোমরা কি আরম্ভ করেছ বল দেখি ? দিনরাত কেবল কুর ক্ষেত্র যন্ধে ? খোটরাম। কি আরম্ভ করেছিস বল দেখি ? দলিরাম। দিনরাত কেবল কুরক্ষেত্র যন্ধে ? পন্ডিত। আমাকে মারতে-মারতে একেবারে কালশিরে পড়িয়ে দিয়েছে । কেদার। দেখ, আমার ভাগেন ভালোমানষে, আমার গায়ের সা.স.র ৩০ এ-সব সইতে পারে—কিন্তু আমার সহ্য হয় না | রামা ! রামকানাই। যে আজ্ঞে । রামকানাইয়ের খোঁটরাম ও দলিরামকে গলহস্ত খে’টরাম। কী ভদদোরলোকের ঘাড়ে ধাক্কা ! দলিরাম। চাকর দিয়ে ইনসালট্‌ ! খে’টরাম । কী ! এত বড় কথা! এক্ষুনি আমি রাগ করে বাড়ি চলে যাব । তোকে অপমান করেছে--কক্ষনো এখেনে থাকিস না—আচ্ছা থাক, এবার মাপ করা গেল। আর একবার করলে টের পাইয়ে দেব। আমার গায়ের লোক দলটোকে খবর দিচ্ছি। খে’টরাম ও দলিরামের গভীবভাবে প্রপথান, রামক,নাইয়েবও প্রস্থান পণ্ডিত । দেখলেন তো! এর উপর তো আর ওষুধ চলে না! কেদার। হ্যাঁ—তা আসন—একট কাব্যালাপ করা যাক । পণ্ডিত। এই মাটি করেছে—আচ্ছা-আজ রাত্রে বেশ করে শোনা যাবে। কেদার। না, রাত্রে তো সবিধে হবে না— আমার চোখ খারাপ কিনা! শনতুন--ছেলেবেলায়, তখন আমার বয়স খুব কম ছিল— সাত বছর কি আট বছর হবে, কি বড় জোর নয় কি দশ কি এগারো। সেই সময় আমি একখানা বই পড়েছিলাম-আঃ, সে একখানা বইয়ের মতো বই বটে! এখনো যখন তার কথা মাঝে-মাঝে সমতিপথে উদিত হয়, মন যেন একেবারে উৎসাহে আপলত হয়ে যায়। শননে—চমৎকার বই বোধোদয় —শ্ৰীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত-- পন্ডিত। ও আমি পাঁচশোবার পড়েছি। কেদার। পড়েছেন ? কেমন! স্বীকার করন, ভালো বই না? শুননে— কেদারকৃষ্ণের বোধোদয় পাঠ পণ্ডিত । ঘ্যান-ঘ্যান করে মাথা ধরিয়ে দিলে— Rථළු