নয়। রামা! আমার ব্যাকরণটা গেল কোথায়— রামকানাই। ট্যাকরম ? পণ্ডিত। তবেরে, ণত্বমিচ্ছন্তি বৰ্রাঃ, আমার সঙ্গে রসিকতা ? রামকানাই। আবার রসিকতা কি কললাম ? পণ্ডিত। বলি, বইখানা কি কাগে নিল, না উড়ে গেল বাতাসে ? রামকানাই। বাতাসা ? পন্ডিত। হ্যাঁ, হ্যাঁ, বাতাসা—বাতাসা খাওয়াচ্ছি —এইরকম করে তোরা জিনিসপত্র লোকসান করবি ? ব্যাটা হতভাগা জোচ্চোর— পণ্ডিতের রামকানাইকে প্রহার। দলিয়াম ও খোঁটরামের পলায়ন রামকানাই। মেরে ফেললে রে! উঃ—ইকী মশাই! দাঁড়াও আমি মামাবাবকে ডাকছি, আর পলিসে খবর দিচ্ছি। পন্ডিত। ওহে শোনো-শোনো—আমি কিন্তু সেরকম ভাবে মারি নি। রামকানাই। মেরেছ তার আবার রকম বেরকম কি হে? পালিস! পলিস! উঃ! রামার পতন। কেদরের প্রবেশ। পন্ডিতের পলায়ন কেদার। কিরে, চে’চিয়ে বাড়ি মাথায় কললি যে! ব্যাপারটা কি ? রামকানাই। আমায় মেরেছে! উঃ—আমায় মেরেছে উঃ ! কান দটো ভোঁ-ভোঁ কচ্ছে— মাথা ঘরেছে! কেদার। মেরেছে! বাঃ! এই তো চাই। দাঁড়া এইসা চাল চালব, একেবারে বাজি মাত । তুই এক কাজ কর, সেই দাড়িটা আর লাল পাগড়িটা ঠিক করে রাখ। আর ঐ উঠোনটায় বসে বসে আত নাদ করতে থাক, যখন ‘কোন হ্যায় রে’ বলে ডাক দেব অমনি এসে হাজির হবি—একেবারে রামসিং দারোগা, বঝেলি তো ? তুই খালি চেহারাটা দেখিয়ে যাবি—বোল-চাল সব আমি দেব। বাঃ नाप्नेक আপনা থেকে দিব্যি কাজ এগিয়ে গেল, তারপর ও দলটোকে সরাতে কতক্ষণ ? [ রামকানাইয়ের প্রস্থান পণ্ডিত। রামার কি হয়েছে ? বেশি কিছর হয় নি তো ? কেদার। না, না, বেশি কিছল হয় নি। খান চার-পাঁচ পাঁজর ভেঙে গেছে আর ডিজেসচান অফ দি লানগস—সাংঘাতিক! তা আপনি কিছু ব্যস্ত হবেন না। ও ব্যাটা আবার পলিসে খবর না দেয়! সেবারে একটা এরকম কেস হয়েছিল—পলিসে টের পেয়ে—পাঁচ বছরের মতো চালান করে लिएझझ्द्धिन । পণ্ডিত। অ্যাঁ! অ্যাঁ! পাঁচ বছর! কেদার। আপনি ব্যস্ত হবেন না! উঃ– সেবারে একটা লোক মারামারি করেছিল তাকে দিয়েছিল ঘানি ঠেলতে। বলব কি মশাই, দেড় মাসে অধোঁক রোগা ! পণ্ডিত। অ্যাঁ--অ্যাঁ একেবারে অধোঁক! অ্যাঁ! কেদার। তা আপনি বেশি ভাববেন না - ঐ পলিস ব্যাটারা কোনরকমে টের না পেলেই হল—কিন্তু আজকাল যেরকম গোয়েন্দা টিকটিকির আমদানি হয়েছে— কোন কথা লুকোবার জো নেই--আপনি কবার হাই তুললেন, তুড়ি দিলেন -সব খাতায় লেখা ! সেবার এক ব্যাটা বামন মারামারি করে লুকিয়েছিল। লকোলে হবে কি ! পলিসে টের পেয়ে ধরে এনে পাঁচশ দফা জুতো ! পণ্ডিত। অ্যাঁ! অ্যাঁ! বামন ? জয়তো!! কেদার। বাইরে কে ? কোন হ্যায় রে? তা আপনি বেশি ব্যস্ত হবেন না! আমি থাকতে ভয় কি ? কিরকম ভাবে মেরেছিলেন বলন তো ? পণ্ডিত। খাব আস্তে পিঠের এইখেনে— কেদার। পিঠে ! এইখেনে! সবনাশ! ৭৯৪ ধারা ! এর উপর তো আমার হাত নেই— তা আপনি বেশি চিন্তিত হবেন না। আমি ২৩৫
পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।