পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সকলে। ততঃ কিম, ততঃ কিম, ততঃ কিম ? দতে। লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে উড়িছে পতাকা সমখে পশ্চাতে! সকলে। ততঃ কিম, ততঃ কিম, ততঃ কিম ? দত । বীর দপে সবে করে কোলাহল মহা আলফালনে কাপে ধরা তল । সকলে। ততঃ কিম, ততঃ কিম, ততঃ কিম ? দত। তাহাদের রন্দ্র দাপটের চোটে ভয়ে প্রাণ উড়ে পিলে চমকে ওঠে। সকলে। ততঃ কিম, ততঃ কিম, ততঃ কিম ? দত । আজি দুদিনেতে নাহি কারো রক্ষা । দলে বলে সবে পাবে আজি অক্কা । জাম্ববান। চোপরাও বেয়াদব! মখ সামলে কথা বলিস। রাম। তুমি রাবণকে দেখেছ, এখান থেকে কত দরে ? দত। আজ্ঞে, এখেন থেকে প্রায় পাঁচ ঘণ্টার রামতা । সকলে। হ্যাঁ—হ্যাঁ—পাঁচ ঘণ্টা, না প’চিশ ঘণটা! দত। আজ্ঞে একটা দ্রত হ'টলে পোয়া ঘণ্টায় হতে পারে। জাম্ববান। তুমি কি করে আসছিলে ? হামাগাড়ি দিয়ে ? রাম। কোনদিকে আসছিল, বল তো ? দত। আজ্ঞে, তা তো জিগগেস করি নি! সকলে। ব্যাটা! তুমি আছ কোন কমে ? রাম। তাড়াতাড়ি আসছিল, না আস্তে আপেত ? ミやビ দত। আজ্ঞে, তাড়াতাড়ি—আজ্ঞে আন্তে। আজ্ঞে সেটা ঠিক ঠাওর করে দেখি নি। সকলে । এটা কোথাকার অপদার্থ রে? দে, ওটাকে তাড়িয়ে দে। বিভীষণ। (জাববানের প্রতি) মন্ত্রীমশাই! একটা কথা শুনন! কানে-কানে বলব— জাম্ববান। উঃ-দৎ ! বনমানুষ কোথাকার! তোর দাড়িতে ভারি গন্ধ ! শািনব না— দত। হাঃ—হাঃ—হাঃ—হাঃ—হাঃ বিভীষণ। বেটা হাসছিস কেন রে বেয়াদব ? বিভীষণের দতকে প্রহার ও অধচন্দ্র সমগ্রীব। ওরে, কে কোথায় আছিস ? আমার গদাটা নিয়ে আয় তো। সকলে । কেন ? গদা কেন ? সমগ্রীব। রাবণকে ঠ্যাঙাব! হনুমানের প্রবেশ হনুমান । রাবণ বোধ হয় আসছে! সকলে। যা—যা, ব্যাটা এতক্ষণে এক বাসি সংবাদ নিয়ে এসেছে! সমগ্রীব। চল হে লক্ষণ, আমরা যন্ধে করি গিয়ে— [সকলের উত্থান ও প্রপথান ইতি সমাতোয়ং লক্ষণের শক্তিশেলাভিধেয়স্য কাব্যস্য প্রথমো সগঃ ] बिज्रौग्न गएक्षा রণপথল সুগ্ৰীবের প্রবেশ সগ্রীব। (ভয়ে ভয়ে) কেউ নেই তো ? সংগ্র*বের পদচারণা। বিভীষণের প্রবেশ বিভীষণ। দেখ, হটছে দেখ—বাদরে বন্ধি কিনা!—দংে! যন্ধে করতে এসেছিস, ওমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে!— এমনি করে হাঁট। স্কুমার সমগ্র রচনাবলী