কিছ শিক্ষা দিতে হবে। সকলে। হ্যাঁ! হ্যাঁ! ঠিক কথা ! ঠিক কথা! জাম্ববানের নিদ্রা। সকলের গান রাবণ ব্যাটায় মারো, সবাই রাবণ ব্যাটায় মারো (তার) মাথায় ঢেলে ঘোল (তারে) উলেটা গাধায় তোল (তার) কানের কাছে পিটতে থাকো চোদ্দ হাজার ঢোল। কাজ কি ব্যাটার বেচে (তার) চুল দাড়ি গোঁফ চোচে নস্যি ঢোকাও নাকে, ব্যাট মরকে হোচে ■ হে*চে । (তার) গালে দাও চুন কালি (তারে) চিমটি কাটো খালি (তার) চোঁদপুরষ উড়িয়ে দাও পেড়ে গালাগালি। (তারে) নাকাল কর আরো যে যেরকম পারো রাবণ ব্যাটায় মারো, সবাই রাবণ ব্যাটায় মারো। কামচন্দ্রেল মাছ’াভwগ ও গায়োখান বিভীষণ। এই যে, স্ত্রীরামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন । রাম । তারপরে--ওষুধপত্রের 夺可ö? সকলে। ঐ যা ! ওষুধপত্রের তো কিছল বালসথা হল না ? রাম ; মন্ত্রীমশাই গেলেন কোথা ? বিভীষণ। মন্ত্রীমশাই-একটা ঘমোচ্ছেন। সমগ্রীব । বাস! তবেই কেল্ল ফতে করেছেন আর কি ! সকলে। মন্ত্রীমশাই! আরে ও মন্ত্রীমশাই, আহা একবার উঠন না! সকলে মিলিয: মেমবোনকে ঠেলাঠেলি ধাক্কাধানি বিভীষণ। বাবা! এ যে কুভকণের এক কাঠি বাড়া ! জাম্ববান। (সহসা জাগিয়া) হ্যাঁরে, আমার কি ব্যবস্থা Հ8Հ কাঁচা ঘাম ভাঙ্গিয়ে দিলি, ব্যাটা বেল্লিক, বেরসিক, বেআক্কেল, বেয়াদব—হড়িমাখো ভূত ! সকলে । রাগ করবেন না—আহা রাগ করবেন না। কথাটা শুননে। সকলের গান আজকে মন্ত্রী জাম্ববানের বন্ধি কেন খলেছে না ? সঙ্কটকালে চটপট কেন যুক্তির কথা বলছে না ? সব কমে অস্টরভা হদাম পড়ে নাক ডাকছে— উলেট কিছু বলতে গেলে বিটকেল বিটকেল গাল পাড়ছে। মরছে লক্ষমণ জানছে তব দেখছে চেয়ে নিশিচন্তে এমিন স্বভাব ছিল না তার থাকতাম যখন কিঙ্কিন্ধে ! হাঙ্গাম দেখে হটলে পরে নিন্দক লোকে বলবে কি ? ভেবেই দেখ এদিন করলে রাজ্যের কায* চলবে কি ? মখা মোরা আক্কেল-শন্য এক্কেবারেই বৃদ্ধি নেই— সক্ষমযক্তি বলতে কারো ঠাকুন্দাদার সাধ্যি নেই। বলছি মোরা কিচ্ছ নেইকো চটবার কথা এর মধ্যে উঠে একবার ব্যবস্থা দেও প্রণাম করি ঠ্যাং পদ্মে ॥ হনুমান। (স্বগত) হ্যাঁরে, আমার লেজে পাড়িয়ে দিলি ? রাম। ব্যবলে হে জাববোন, তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক—এ সম্মবন্ধে নিশ্চয়ই তোমার খবে অভিজ্ঞতা আছে— জাম্ববান। আজ্ঞে হ্যাঁ—সে কথা আগে বললেই হত—তা না ব্যাটারা খালি ধাক্কাই মারছে—মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই’ সকুমার সমগ্র রচনাবলী
পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।