পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—আমি বলি বুঝি ডাকাত পড়ল নাকি ? রাম। হ্যাঁ, এইবার একটা কিছয় ব্যবস্থা দিয়ে ফেল । জাম্ববান। (হনুমানের প্রতি) এই কাগজে যা প্রেশক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগলো চট করে নিয়ে আসতে হবে। হনুমান । আচ্ছা, কাল ভোর না হতে উঠে নিয়ে আসব। জাম্ববান। না, না, এত দেরি করতে হবে না—এখনি যা । হনুমান। আবার এত রাত্তিরে কোথায় যাব ? সাপে কাটবে না বাঘে ধরবে। সমগ্রীব। ব্যাটা, সখের প্রাণ গড়ের মাঠ। জাম্বববোন। না, ওষুধগুলো এখনি দরকার । হনুমান । আঃ! হোমিওপ্যাথি লাগাও না । জাম্ববান। যা বলছি শোন। এই যা গাছের কথা লিখলাম-বিশল্যকরণী মতসঞ্জীবনী —এই-সব গাছের শেকড় আনতে হবে । হনুমান। আমি ডাক্তারখানা চিনি নে । জাম্ববান। আ মরণ আর কি ! একি কলকাতার শহর পেয়েছিস নাকি যে বাথগেট কোম্পানি তোর জন্যে দোকান খালে বসবে ? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে জানিস তো ? হনুমান। কৈলেস ডাক্তার আবার কে ? জাম্ববান। ব্যস! কনের পটহটা দেখি ভারি সরেস—ব্যাটা কৈলেস পাহাড় জানিস নে ? হনুমান। ও বাবা! সেই কৈলেস পাহাড়! এত রাত্তিরে আমি অত দরে যেতে পারব না। জাম্ববান। যাবি নে কি রে ব্যাটা? জতিয়ে লাল করে দেব। এখনি যা—দেখিস পথে মেলা দেরি করিস নে। হনুমান। আমার কান কটকট কচ্ছে— রাম। আহা, যারে যা, আর গোল করিস নে —নে বকশিশ নে। হনমানকে রামচন্দুের কলা প্রদান नाप्नेक হনুমান । যো হকুম। { কুনিশ করিতে-করিতে হনুমানের প্রস্থান জাম্বববোন। তারপর রাত্তিরের জন্য সেনাপতি নিবাচন কর । রাম। কেন? রাত্তিরে যুদ্ধ করবে নাকি ? জাম্ববান। তা কেন ? একজনকে একটন খবরদারি করতে হবে তো ! তা ছাড়া, হয়তো লক্ষমণকে নিয়ে যমদতগুলোর সঙ্গে ঝণড়া হতে পারে। নকলে । তা তো বটেই! মন্ত্রীমশাই না হলে এমন বন্ধি কার হয় । সুগ্ৰীক (স্বগত) হ্যাঁ-হ্যাঁ, এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিৎ ফাঁপরে ফেলতে হচ্ছে--- সংগ্রীবের গান আমার বচন শন বিভীষণ করহ গ্রহণ সেনাপতি পদ (আহা) সাজ সজা কর, দিব্য অসন্ন ধর মরে সম্বর এ মহা বিপদ (তুমি) বিপদে নিভীক শীর্যে অলৌকিক তোমার অধিক কেবা আছে আর (আহা!) জলেতে পাষাণ যায় গো ভাসান মশকিলে আসান প্রসাদে তোমার--- সকলে । ঠিক কথা—উত্তম কথা । বিভীষণ। তাই তো ! মুশকিলে ফেললে দেখছি। সগ্রীব । শন সব জনে আজিকে এক্ষণে বীর বিভীষণে কর সেনাপতি (আহা) শ্রীরামের তরে সম্মুখ সমরে যদি যায় মরে কিবা তাহে ক্ষতি ? সকলে । তা তো বটেই—কিচ্ছ ক্ষতি নেই। জাম্ববান। বেশ তো! তাহলে তাই ঠিক হল—খবরদার। দেখ, ভালো করে পাহারা দিও ! কোন ব্যাটাকে পথ ছাড়বে না— স্বয়ং যম এলেও নয় —আর দেখো যেন ঘনমিও না। বিভীষণ ব্যতীত সকলের প্রস্থান ২৪৩