বিভীষণ। ইকী গেরো! ভালো, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি! বিভীষণের গান বিধি মোর ভালে হায় কি লিখিল আজ রাত্রে একি বিপদ ঘটিল। দমতি সমগ্রীব চির শত্র মোর ফেলিল আমারে সঙ্কটেতে ঘোর। জাম্ববান ব্যাটা কুবন্ধির ঢেকি তার চক্লে পড়ি নিস্তার না দেখি। আসে যদি কেহ রাত্রি.বিপ্রহরে— ঠেকাব কেমনে একাকী তাহারে ? সবগ হতে কহ দেবগণ সবে আজি এ সঙ্কটে কি উপায় হবে ? যম হস্তে আজি না দেখি নিস্তার সযক্তি তাহার কহ সবিস্তার শন দেবাসর গন্ধব কিন্নর— মানব দানব রাক্ষস বানর। শনে সব জনে মোর মৃত্যু হলে শোকসভা করো তোমরা সকলে । ইতি সমাতোয়ং লক্ষণের শক্তিশেলাভিধেয়স্য কাব্যস্য তৃতীয়ো সগঃ ] फफूथ* मला শিবির প্রাঙ্গণ বিভীষণের পাহারাদারি, মধ্যে মধ্যে আয়নায় মখাবলোকন ইত্যাদি বিভীষণ। জাববান বলছিলেন, দেখ যেন ঘনমিও না-বাপ এমন অবস্থায় পড়ে যিনি ঘমে দিতে পারেন, তাঁকে আমি পাঁচশো টাকা বকশিশ দিতে পারি! বিভীষণের পদচারণা ও উকি-ঝাঁকি তবে এ-পর্যন্ত যখন কোন দীঘটনা হয় নি—তাতে আমার কিছু-কিছু ভরসা হচ্ছে —চাই কি, হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে।...যাক! একট Տ88 ঘামিয়ে নেওয়া যাক—যমের তো ইদিকে আসবার কোনই গতিক দেখছি না—আর, আসলেই-বা কি ? তাকে বাধা দেওয়াটা তো আর বন্ধিমানের কায হবে না। বিভীষণের উপবেশন ও অচিরাং নিদ্রা। জাববানের প্রবেশ জাম্ববান। দেখেছ, আধ ঘণ্টা না যেতেই ঘোঁৎ-ঘোঁৎ করে নাক ডাকতে আরম্ভ করেছে—ওরে বিভীষণ (খোঁচা দিয়া) ওঠ । বিভীষণ। (লাফাইয়া উঠিয়া) কেরে! ও— জাম্বব,বান যে—তুই বুঝি মনে করেছিলি আমি ঘামিয়ে পড়েছি ? আমি কিন্তু সত্যি করে ঘমোই নি। জাম্ববান। হ্যাঁ—হ্যাঁ—আমায় আর সমঝাতে হবে না। দিব্যি পড়ে নাক ডাকছে—আবার বলে, সত্যি করে ঘমোই নি। বিভীষণ। তুই টের পাস নি ?—আমি মিট মিট করে চেয়ে দেখছিলাম। জাম্ববান। না-না—মিটমিট করে দেখলে চলবে না—ভালো করে পাহারা দিতে হবে। জাববানের প্রস্থান বিভীষণ । ব্যাটা তো ভারি জোচ্চোর! আমার ঘমে ভাঙিয়ে দিল। বিভীষণের পনরাপবেশন ও পাননিদ্রা। যমদতদ্বয়ের প্রবেশ প্রথম দত। হ্যাঁরে, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো ? দ্বিতীয় দত। আরে, হ্যাঁরে হ্যাঁ, এতদিন কাজ করেছি, একটা বাড়ি চিনতে পারব না ? প্রথম দত। তোকে কি বাতলিয়ে দিয়েছিল বল তো ? দ্বিতীয় দত। আমাকে বলে দিয়েছে যে, সেই ডানদিকের উঠোনওয়ালা বাড়িটায় যাবি। धथभ मठ ! छाननिक ८ऊा ७ई-ठाव्र উঠোনকে উঠোন মিলে গেছে, তবে তো ठिकई (qcनक्रि সকুমার সমগ্ন রচনাবলী
পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।