দ্বিতীয় দত। হ্যাঁ, চল—মড়াটা খুজে দেখি! অন্বেষণ করিতে করিতে দতদ্বয়ের বিভীষপোপরি পতন বিভীষণ। কেরে! কেরে! দতম্বয়ের লাফাইয়া তিন হাত দরে গমন প্রথম ও দ্বিতীয় দত। এটা কি আছে রে! এটা কি আছে রে! : দ্বিতীয় দত। ও বাপো–এ মানুষ আছে নাকি ? প্রথম ও দ্বিতীয় দত। ও বাপো—মানষে ? জীয়ন্ত মানুষ ? দতদ্বয় ভয়ে কম্পিত দ্বিতীয় দত। কই রে কিচ্ছ তো বলছে না। প্রথম দত। তাহলে বোধ হয় কিচ্ছ বলবে ना । দ্বিতীয় দত। হ্যাঁ, বেশ অমায়িক চেহারা! ওকে জিগগেস কর তো ? প্রথম দত। তুই জিগগেস কর। দ্বিতীয় দত। তুই জিগগেস কর না! আমি তোকে ধরে থাকব-— প্রথম দত। মশাই গো--মশাই—শনন মশাই—একটা পথ ছেড়ে দেবেন মশাই— দ্বিতীয় দত। আমরা মশাই—গরীব বেচারা মশাই— বিভীষণ। (স্বগত) এ তো মজা মন্দ নয়! এরা দেখছি আমার ভয়ে থরহরি কম্পমান। প্রথম দত। চল একট পাশ কাটিয়ে চলে যাই । প্রথম ও দ্বিতীয় দত। ওরে নারে, চোখ রাঙাচ্ছে । , দতস্বয়ের গান দয়াবান গণবান ভাগ্যবান মশাই গো তোমার প্রাণে একটও কি দয়ামায়া নাই গো ? नाम्रैक তোমার তুল্য খাঁটি বন্ধ আর কাহারে পাই গো ? তুমি ভরসা নাহি দিলে অন্য কোথা যাই গো ! এ সময়ে তোমা ভিন্ন কে আছে সহায় ፴፬— কাযোদ্ধার না হলে তো না দেখি উপায় গো। পথ ছেড়ে দাও মন্ত কণ্ঠে তোমার গণ গাই গো দয়াবান গণবান ভাগ্যবান মশাই গো৷ বিভীষণ । ভাগ ব্যাটারা, নইলে একেবারে প্রহারেন ধনঞ্জয় করে দেব। উভয় দতের পলায়ন ও পুনঃপ্রবেশ প্রথম দত। হ্যাঁরে, পালাচ্ছিস কোথা ? খালি হাতে গেলে যমরাজা কাউকে আসত রাখবেন না ! দ্বিতীয় দত তাই তো! তাই তো ! এ তো ভারি মুশকিল হল -কি করা যায় বল দেখি ? প্রথম দত। আয় না, আমরা ও ব্যাটার সঙ্গে লড়াই করি গিয়ে। দতদ্বয়ের গান দ্বিতীয় দত। যখন পরাজয় খল অনিবার্য তখন যন্ধে কি বুদ্ধির কাষ" ? প্রথম দত। তবে তো মুশকিল উপায় কি হবে ? সাধ করে কেবল প্রাণটা হারাবে ? দ্বিতীয় দত। আমিও তাই বলি লড়ায়ে কাজ নাই— কাজেতে ইস্তফা এখনি দাও ভাই ! थथन्न ७ दिउौश्न ऋज्र । शम्न कि शीप्लेत्र शग्न कि घर्गीछेळ এমন সাধের চাকুরি ঘুচিল ! ર8ઉ
পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।