বিভীষণ। ব্যাটারা রাত দীপরে গান জড়েছিস—চাবকিয়ে রোগা করে দেব। দতস্বয় প্রস্থানোদ্যত ও বারদেশে যমসহ সাক্ষাৎ প্রথম ও দ্বিতীয় দত। দোহাই মহারাজ, দোহাই যমরাজা, আমাদের কিছু দোষ নেই— ঐ এক ব্যাটা আমাদের পথ ছাড়ছে না। যমের প্রবেশ বিভীষণ। এই মাটি করেছে—এখন উপায় ? আটকাতে গেলে যম মারবে, না আটকালে রাম মারবে। উভয় সঙ্কট! যা থাকে কপালে, ব্যাটাকে পথ ছাড়ব না। (সদপে) তবে রে ব্যাটা—আমায় চিনিস নে ? আমি থাকতে তুই ঢাকবি ? যমের অগ্রসর হওয়া দ্বিতীয় দত। ওরে এবার লড়াই বাধবে— প্রথম দত। হ্যাঁরে ভারি মজা দেখা যাবে— দ্বিতীয় দত । (বিভীষণের প্রতি) পালা, পালা—এই বেলা পালা— প্রথম দত। হ্যাঁ, ঐ যে অস্তর দেখছ ওর একটি ঘা খেলেই সদ্য কেট প্রাপিত হবে। বিভীষণ । তুই কে রে ব্যাটা মরতে এসেছিস ? যমের আবত্তি কালরাপী মন্ত্যু আমি যম নাম ধরি— সব গ্রাসী সব ভুক সকল সংহারি। সবকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সব পথানে অব্যাহত গতি৷ অতিমেতে দেখা দেই কৃতান্তের বেশে— মোর সাথে পরিচয় জীবনের শেষে ॥ সংসারের মহাযাত্রা ফরোয় যেমন— শ্রান্তজনে শান্তি দেই আমিই শমন৷ পাহাড় লইয়া হনুমানের প্রবেশ হনুমান। জয় রামের জয়! যমের মাথায় হনুমানের পাহাড় স্থাপন। যমের পতন প্রথম দত। ও কি রে! দ্বিতীয় দত। ঐ যা ! চাপা পড়ে গেল! ૨8હ প্রথম দতে। তাই তো রে, চাপা পড়ল যে! দ্বিতীয় দত। (সকাতরে) হ্যাঁরে আমার মাইনে কে দেবে ? প্রথম দত। তাই তো। আমারও যে পাওনা আছে । প্রথম ও দ্বিতীয় দত। ওগো, আমাদের কি হলো গো—ওগো, আমরা যে ধনে-প্রাণে মলম গো—(হনুমানের প্রতি) পালোয়ান মশাই গো—সবনাশ কললেন গো-হায়, আমাদের কি হল গো— দত বয়ের গান প্রথম দত। ওরে যম ব্যাটা যে দিল ফাঁকি দ্বিতীয় দত। মোদের তেরো আনা মাইনে বাকি প্রথম দত। আহা দেখ না ব্যাটা হল নাকি ? দ্বিতীয় দত। ওর চুল ধরে দে না ঝাঁকি। প্রথম দত। এই বিপদকালে কারে ডাকি হায় হায় যম ব্যাটা যে দিল ফাঁকি।--অ্যাক হনুমান কতৃক দতদ্বয়ের গলা পাকড়ানো হনুমান। ভাগ! ভাগ!—ব্যাটারা গান ধরেছে যেন কুকুরের লড়াই বেধেছে। দত্যবয়ের প্রস্থান বিভীষণ । এবার সকলকে ডেকে নিয়ে আয়— হনমানের প্রস্থান লক্ষণকে ধরাধরি করিয়া হনুমানের সহিত সকলের প্রবেশ সকলে। ওটা কিরে? ওটা কিরে ? হনুমান। আজ্ঞে, উপরেরটা গন্ধমাদন পাহাড়। জাববান। ব্যাটা গোমখেয় কোথাকার, পাহাড়সন্ধ নিয়ে এসেছিস ? হনুমান । আজ্ঞে, গাছ চিনি নে। আর ঐ নীচেরটা—যমরাজা। সকলে। আরে, আরে করেছিঙ্গ কিরে ব্যাটা ? করেছিস কি ? সুকুমার সময় রচনাবলী
পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।