এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ও বাবা!
পড়্তে বসে মুখের পরে কাগজখানি থুয়ে
রমেশ ভায়া ঘুমোয় পড়ে আরাম ক’রে শুয়ে৷
শুনছ নাকি ঘড়র ঘড়র নাক ডাকানোর ধুম?
সখ সে বড় বেজায় দেখি—দিনের বেলায় ঘুম!
বাতাস পোরা এই যে থলি দেখছ আমার হাতে,
দুড়ুম করে পিট্লে পরে শব্দ হবে তাতে।
রমেশ ভায়া আঁৎকে উঠে পড়্বে কুপোকাৎ
লাগাও তবে—ধুমধড়াক্কা! ক্যাবাৎ! ক্যাবাৎ !
২৫৮
সকুমার সমগ্র রচনাবলী