পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ন্যাড়া বেলতলায় যায় ক’বার

রোদে রাঙা ইঁটের পাঁজা  তার উপরে বসল রাজা—
 ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না।
গায়ে আঁটা গরম জামা  পুড়ে পিঠ হচ্ছে ঝামা;
 রাজা বলে “বৃষ্টি নামা—নইলে কিচ্ছু মিলছে না।”
থাকে সারা দুপুর ধ’রে  ব’সে ব’সে চুপটি ক’রে,
 হাঁড়িপানা মুখটি ক’রে আঁক্‌ড়ে ধ’রে শ্লেটটুকু;
ঘেমে ঘেমে উঠছে ভিজে  ভ্যাবাচ্যাকা একলা নিজে,
 হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু।

ঝাঁঝাঁ রোদ আকাশ জুড়ে,  মাথাটার ঝাঁঝ্‌রা ফুঁড়ে,
 মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর্‌ ঝন্‌;
ঠাঠা’-পড়া দুপুর দিনে,  রাজা বলে, “আর বাঁচি নে,
 ছুটে আন্ বরফ কিনে—ক'চ্ছে কেমন গা ছন্‌ছন্‌।”

আবোল তাবোল
৩৯