পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ So ] স্বারা আলিঙ্গন করিলেন, এবং করম্পর্শ পূৰ্ব্বক আশীৰ্ব্বাদ করিলেন। ৯০ । তিনি একদা প্রকাশ্ববত্ম দিয়া যাইতেছিলেন, এক জন দ্রুতগতি তাহার নিকটে আমিয়া জানুপাতন পূৰ্ব্বক জিজ্ঞাসা করিল “মঙ্গলময় প্রভো! নিত্যজীবন লাভার্থে আমি কি করিব ? যিশু কহিলেন, আমাকে কেন মঙ্গলময় বল ? এক ঈশ্ব ব্যতীত মঙ্গলময় আর কেহ নাই। তুমি আজ্ঞা সকল জান ‘ব্যভিচার করিবে না, অপহরণ করিবে ন, কুটসাক্ষ্য দিবে না, প্রতারণা করিবে না; পিতা মাতাকে ভক্তি কর ' ? সে উত্তর করিল স্বামিন । বাল্যাবধি এই সকল নিয়ম আমি পালন করিয়াছি।’ যিশু তাহাকে দেখিয়া স্নেহপরতন্ত্র হইলেন, এবং কছিলেন, তোমার একটি বিষয়ে ক্রটি আছে। গৃহে প্রতি গমন কর; সৰ্ব্বস্ব বিক্রয় পূৰ্ব্বক তমূল্য দরিদ্রদিগকে অপর্ণ কর, কৈবল্যে যথেষ্ট অর্থ পাইবে; এবং দুখ হন্তে আমার অনুগমন কর । এই কথায় সে ব্যক্তি খিন্ন হইল, এবং দুঃখিত হইয়া প্রস্থান করিল; যেহেতু তাহার প্রচুর বিষয়সম্পত্তি ছিল। ৯১। যিশু চতুর্দিকে দৃষ্টিক্ষেপ করিয়া শিষ্যদিগকে ৰলিলেন, যাহারদের বিভব আছে, তাহার