পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ sv lo দের মুখরাজ্যে প্রবেশ করা কি কুৰূহ ব্যাপার! শিষ্যেরা তাহার বাক্যে বিস্মিত হইলেন। ষি শু উত্তর করলেন, পুত্ৰগণ! যাহারা ধনে আস্থা স্থাপন করে, তা ছারদের সুখরাজ্যে প্রবেশ কি সুদুষ্কর ! উষ্ট্রের স্থলীছিদ্ৰ দিয়া গমন করা বরং অনায়াসসাধ্য, কিন্তু ধনীর কৈবল্যপ্রাপ্তি সহজ নয়। এই কথায় শিষ্যেরা নিতান্ত বিস্ময় প্রকাশ পূৰ্ব্বক পরস্পর কহিলেন ‘ তবে কে কৈবল্য প্রাপ্ত হইবে ? যিশু র্তাহারদের ভাব বিলোকন করিয়া কছিলেন, মনুষ্য সম্বন্ধে ইহা অসম্ভাব্য বটে, পরমেশ্বর বিষয়ে নহে; যেহেতু পরমেশ্বরের অসাধ্য কিছু নাই (৮২) । ৯২। তখন পিতর তাহাকে কছিলেন, “ দেখুন, আমরা সৰ্ব্বস্ব পরিত্যাগ করিয়া আপনার অনুগমন করিয়াছি ? যিশু উত্তর করিলেন, যথার্থ বলিতেছি, আমার নিমিত্ত ও ধৰ্ম্মোপদেশের নিমিত্ত গৃক্ষ, ভ্রাত, ভগিনী, পিতা, মাতা, স্ত্রী, অপত্য, কিম্বা ভূমিসম্পত্তি পরিত্যাগ করিয়া ইহুলোকে ক্লেশ সহিত শতগুণ ৰূপে গৃহ, ভাত, ভগিনী, মাত, অপত্য, এবং ভূমি, এবং পরলোকে নিত্যজীবন প্রাপ্ত হইবেক না, এমত ব্যক্তি নাই। কিন্তু, প্রথমাবৃতদের মধ্যে অনেকে শেষ্যৰূতদের সঙ্গে গণ্য হইৰে, এবং কোল