পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ॐ ० २ ] স্থত হয়,তৰে সে তদীয় পত্নীকে গ্রহণ পূর্বক ফলোৎপাদন করিবে?" অধুন, সাত ভাতা ছিল; জ্যেষ্ঠ ৰিবাহ পূৰ্ব্বক নিঃসন্তান থাকিয়া মৃত হুইল; দ্বিতীয় ভ্রাতা তদীয় পত্নীর পাণি পীড়ন করিয়া অপত্যশূন্যৰূপে কালগ্রাসে পতিত হইল ; তৃতীয় ভ্রাতার পক্ষেও তদ্রুপ ঘটিল; এবং সপ্তম ভ্রাতা ও উক্ত রমণীকে বিবাহ পূৰ্ব্বক অনপত্য হইয়া মৃত হইল ; সৰ্ব্বশেষ সেই কামিনী ও দেহত্যাগ করিল । অতএব পরলোকে সে কাহার সহধৰ্ম্মিনী হইবে? সে সাতজনেরই পত্নী হইয়াছিল। বিশু উত্তর করিলেন, শাস্ত্র ও পরমেশ্বরের শক্তি না জানিয়া তোমরা কি ভাস্ত হুইতেছি না? ষখন তাহারা পরলোকে গমন করিবে, তখন বিবাহ করিবে না ও বিবাহিত হইবে না; তাহারা আমরগণের ভাব প্রাপ্ত হইবে। পরলোকে উত্থানের বিষয়, তোমরা কি মূসার গ্রন্থে পাঠ কর নাই যে পরমেশ্বর জঙ্গলমধ্যে র্তাহাকে কৰিয়াছিলেন ‘আমি অব্রাহমের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর, এবং যাকুবেরও ঈশ্বর ? তিনি মৃত ব্যক্তিদের ঈশ্বর নহেন, কিন্তু কেবল জীবিতৰানেরই ঈশ্বর । অতএব তোমরা মহা জমে পড়িয়াছ । ৯৮। এক জন অধ্যাপক আসিয়া তাহারদিগকে পরস্পর যুক্তি করিতে দেখিলেন, এবং যিশু সদুত্ত্বর