পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s s 8 || অধিলা নিক্ষেপ করিল; তাহাতে এক পয়সা মাত্র হয়। যিশু শিষ্যদিগকে আহবান পুৰ্ব্বক বলিলেন, যথার্থ বলিতেছি, আর সকলে যত অর্থ দানাধারে নিক্ষেপ করিয়াছে, সৰ্ব্বাপেক্ষ এই দরিদ্র বিধবার দান অধিকতর; কারণ উহারা প্রচুর ঐশ্বৰ্য্য থাকাতে দিয়াছে; কিন্তু এই স্ত্রী নিঃস্ব হইয়াও উপজীব্য পৰ্য্যন্ত যাহা কিছু ছিল, তাহাও দান করিয়াছে। ১০০* । তিনি স্বকীয় প্রতিপালনস্থল নসরৎ নগরে আগমন করিলেন ; এবং অভ্যাসানুযায়ী বিশ্রামবারে সমাজমধ্যে প্রবেশ পূৰ্ব্বক গ্রন্থাবৃত্তি করিতে দণ্ডায়মান হইলেন। ঋষি যিশায়িয় প্রণীত পুস্তক তদীয় হন্তে প্রদত্ত হইল। তিনি পুস্তক উদ্‌ঘাটন করতে সেই স্থানটি দৃষ্ট হইল, যথায় লিখিত আছে দৈববুদ্ধি আমাকে আশ্রয় করিয়াছে; যেহেতু পরমেশ্বর দরিদ্রগণের নিকট ধৰ্ম্ম প্রচারার্থ আমাকে সংস্কৃত করিয়াছেন; ভগ্নচিত্ত লোকদিগকে সাস্তুনা দানার্থ, বদ্ধ লোকদিগকে মুক্তি সংবাদ প্রদানার্থ, অন্ধদিগকে দৃষ্টি দানার্থ, আহত ব্যক্তিদিগকে নিমুক্ত করণার্থ, পরমেশ্বরের আনন্দজনক বর্ষকে প্রচারার্থ অমকে প্রেরণ করিয়াছেন । তিনি পস্তক বন্ধন পূৰ্ব্বক আচাৰ্য্যকে দিয়া উপবেশন SS SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

  • * লুক ৪ থ অ ১৬ শ শ্লো ।