পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 فهه و ] এলিয়ের সময়ে আকাশ সাৰ্দ্ধত্রিবর্ষের নিমিত্ত বন্ধ হইয়া সৰ্ব্বদেশে মহাদুৰ্ভিক্ষ উপস্থিত হয়, তখন ইস্রায়েলদেশে অনেক বিধবা ছিল; কিন্তু সীদোনের অন্তর্গত সারিফৎ নগরীস্থিত এক বিধবাব্যতীত অপর কাহারও নিমিত্ত এলিয় প্রেরিত হন নাই (১০৭) । ঋষি ইলীশায়ের সময়ে ইস্রায়েলে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু স্থর দেশীয় নামান ব্যতীত অপরকেহ ব্যাধি শুন্য হয় নাই (১৪৮) । হীরক উৎপাদন করেন, তিনি পাপ পৰিসেবিত তৰুণাবস্থা হইতে পরিশুদ্ধ প্রৌঢ় কালকে উৎপাদন করিতে পারেন। যতক্ষণ কোন দ্রব্য আয়ারদের হস্তগত থাকে, ততক্ষণ তাহার উপকারিত পিশিষ্ট্ৰ ৰূপে উপলব্ধ হয় না ; কিন্তু * অভাবেই বস্তুর মর্যাদ জ্ঞান হয়। মহাত্মার যখন ইহলোক পরিত্যাগ করেন, তখন লোকে তাহারদের মহত্ত্ব উপলব্ধি করিতে আরম্ভ করে । সংস্থিতস্য গুণোৎকর্ষ প্রায় প্রস্ফূতি ফুটং। দগ্ধসাগুৰুখণ্ডস্য স্ফারী ভবতি সৌরভং । প্রায় মৃত্যুর পবেই লোকের সদগুণ প্রশংসা ঘোষিত হয়, যেমন অগুরু চন্দন দগ্ধ হইতে থাকিলেই তাহার সৌরভ অধিকদূর পর্য্যস্ত ব্যাপিয়া থাকে। (১ - ৭) তাৎপৰ্য্য—এলিয় নামক ঋষিকে তঁহিীর স্বদেশীয় লোকে সম্মান করে নাই; কিন্তু এক বিদেশীয় বিধব। তাহাতে শ্রদ্ধা করিয়া কৃতাৰ্থ হইয়াছিল। (১০৮) তাৎপৰ্য্য—ইলীশায় নামক ঋষিকে তঁহিীর স্বদেশীয়_লোকে সমাদর করে নাই; কিন্তু এক বিদেশীয় কুষ্ঠ স্লোগী তাঁহাতে শ্রদ্ধা করিয়া পুর্ণকাম হইয়াছিল ।