পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I ss • l. পাইবে। নরপুত্রের নিমিত্ত যখন লোকে তোমারদিগকে ঘৃণা করিবে, তোমারদের সংসর্গ পরিত্যাগ করিবে, তোমারদিগকে তিরস্কার করিবে, এবং তোমারদের নাম পৰ্য্যন্ত পাপজনক কহিবে, তখন তোমরা ধন্য হইবে । সেই দিন তোমরা উৎসৰ করিও এবং আনন্দে আস্ফালন করিও; যেহেতু বৈকুণ্ঠে তোমরা প্রভূত পুরস্কার পাইবে। উহারদের পূর্বপুরুষেরাও মহাত্মাদের প্রতি তাদৃশ ব্যবহার করিয়াছে । কিন্তু হে ধনবস্তসকল ! তোমারদিগকে ধিক্‌! তোমারদের উপযুক্ত সাস্তৃন অগ্ৰেই পাইয়াছ। হে পূর্ণ লোকসকল ! তোমারদিগকে ধিক্ ! তোমরা ক্ষুধিত হইবে। এক্ষণে হাস্য করতেছ যে তোমরা, তোমারদিগকে ধিক! তোমারদিগকে শোক ও বিলাপ করিতে, হুইবে । যখন লোকে তোমারদের প্রশংসা করিবে, তখন তোমরা ধিকরুত হইবে (১১২) । লোকদের পুৰ্ব্ব পুরুষেরাও কৃত্রিম ঋষিদের প্রতি তদ্রুপ ব্যবহার করিয়াছিল (১১২) পুথিবীর ষে ৰূপ"বৰ্ত্তমাৰ ভাব, তাহাতে ঈশ্বরের নিয়মবিরুদ্ধ কায্য করিলেই প্রায় প্রশংস। পাওয়া যায় ; বিপরীত ব্যবহারে বরং নিন্দ আছে। অতএব খৃষ্ট্রের অভিপ্রায় এই : লোকের প্রশংসা লাভাধ চেষ্টিত হইও