পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f $36 পূৰ্ব্বক আহারে বসিলেন। ফিরুসির গৃহে অন্নগ্রহণ করিতেছেন, ইহা সেই নগরবাসিনী কোন পাতকিনী শ্রবণ পুরঃসর এক শুক্লাশ্মনিৰ্ম্মিত পেটিকায় মুবাসিত তৈল পূর্ণ করিয়া তথায় উপস্থিত হইল; এবং রোদন করত যিশুর পদ সমীপে দণ্ডায়মানা হইয়া নেত্রন্থে, দ্বার তদীয় পদ প্রক্ষালন এবং স্বীয় কেশপাশদ্বার। মাজন করিল; পরিশেষ চরণ চুম্বন পূৰ্ব্বক তৈল স্ত্রক্ষণ করিল। নিমন্ত্রক ফিরুসি ইহা অবলোকন করিয়। অন্তঃকরণে এই বিচার করিলেক যে “ যদি ইনি ঋষিদের মধ্যে গণ্য হইতেন, তবে অবশ্য জানিতে পারিতেন কীদ্বশী রমণী ইহাকে স্পশাকরিতেছে; এ স্ত্রী তো পাপপরায়ণ । ষিশ্ব কহিলেন, সিমোন ! আমার কিছু বক্তব্য আছে। সে কাংল বলুন । যিশু উত্তর করিলেন, কোন উত্তমর্ণের দুই অধমৰ্ণ ছিল; এক জন পাচশত মুদ্রা ও অপর পঞ্চাশ মুদ্র ঋণ লয়। তাছারদের ঋণ পরিশোধের ক্ষমতা না থাকাতে তিনি সদয় হইয়া উভয়কেই ক্ষমা করিলেন । অতএব বল দেখি, কে র্তাহার প্রতি অধিকতর প্রীতি করিল? সিমোন উত্তর কfরল “ আমার বোধ হয় সেই ব্যক্তি, যাহার অধিকতর ঋণ মাজিত হয়। যিশু, তুমি মথার্থ বিচার করিয়াছ, এই বলিয়া রমণীর প্রতি লক্ষ্য করুত সিমোনকে