পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s२० ] ৰলিয়া তাহীকে নিষেধ করিলাম ? যিশু বলিলেন, নিষেধ ৰরিও না; যে আমারদের বিপক্ষ নয়, তাহাকে অনুকূল জানিবে (১০২)। ১১৮ । তাহার লোকান্তরিত হইবার সময় নিকটবর্তী হইলে তিনি যিৰূশালেমে গমনার্থ উন্মুখ হইয়া লোক প্রেরণ করিলেন; তাহারা তাহার নিমিত্ত আয়োজন উদেশে শোমিরোণীয় লোকদের এক পল্লীতে প্রবেশ করিল । তাহার যিব্ধশালেমে যাইবার সঙ্কণপ ছিল বলিয়া শোমিরোণীয়েরা যিশুর সৎকার করিলেক না । তদীয় শিষ্য যকুব এবং যোহন ইহা দেখিয়া কহিলেন, " প্ৰভো! যেমত এলিয় (১১৮) আকাশ হইতে অগ্নি বৃষ্টি হুইয়া দগ্ধ হউক এমত অভিসম্পাত দিয়াছিলেন, ইহারদের প্রতি সেই ৰূপ শাপ দিব?” তিনি তাহারদিগকে এই বলিয়া ভৎসনা করিলেন, তোমারদের চিত্ত কি ৰূপ, তাহ তোমরা জান না। নরপুত্র মনুষের জীবন নাশার্থ আসেন নাই, প্রত্যুত ত্রাণার্থ আসিয়াছেন । পরে তাহারা গ্রামান্তরে গমন করিলেন । ১১৯। র্তাহার। পথে যাইতেছিলেন, এমতকালে

(১১৮) সামারিয় দেশের রাজা পরমেশ্বরবিমুখ হয়,
  • হাতে এলিয় নামক ঋষি অভিসম্পাঠ छोड्न डfङ्द्र (ल;क्দিগকে ভস্মীভূত করেন; সেই উপাখ্যান উদ্দেশে কথিত।