পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২৩ ] করিবে, এবং তাহারদিগকে বলিবে ঈশ্বরীয় রাজ্য নিকটবৰ্ত্তী হইয়াছে। কিন্তু যে নগরে প্রবেশ করিলে লোকে তোমারদের সৎকার না করিবে, তথাকার পথ দিয়া চলিয়া যাইবে, এবং বলিবে ‘ তোমারদের নগরের ধূলি, যাহা আমারদের পাদে সংলগ্ন হইরাছে, তাহাও আমরা তোমারদের বিরুদ্ধে পৱিত্যাগ । করিতেছি; তথাচ কতনশ্চয় হও, যে ঈশ্বরীয় রাজ্য । তোমারদের নিকটবৰ্ত্তী হইয়াছে ? আমি তোমারদিগকে বলিতেছি, বিচারদিবসে সিদোম নগরের (১২১) ক্লেশাপেক্ষাও এই নগরের ক্লেশ অধিকতর হইবে। কোরাসীন (১২২) তোমাকে ধিক ৰৈৎসৈদা! (১২২) তোমাকে ধিক। তোমারদের মধ্যে যাবতীয় মহত্বীক্রিয়া সম্পাদিত হইয়াছে, তাছা যদি সোর ও সীদোন নগরে সম্পন্ন হইত, তবে বহুকাল পুৰ্ব্বাবধি তাহারা শোকবস্ত্র ও ভয় দ্বারা পরিবৃত হইত। চরম বিচার কালে সোর (১২২) ও সীদোনের (১২২) ক্লেশাপেক্ষা তোমারদের ক্লেশ অধিকতর হইবে। হে ককােনাৰূম! (১২২) তুমি আকাশে উথিত হইয়াছ, কিন্তু নিরয়ে পড়িবে | যে কেছ (১২১) বিহুদী পুরাণ মতে এই নগৰস্থ লোকেরা পরমেশ্বর বিরুদ্ধ কাৰ্য্য করতে বিধ্বংস হইয়াছিল । (১২২) ভিন্ন ভিন্ন নগর ।