পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাজক অকস্মাৎ তথায় উপস্থিত হইয় তাহাকে দেখিল, এবং বর্মের অন্য প্রান্ত দিয়া চলিয়া গেল; পরে একজন লেবীয় সেই স্থানে উপস্থিত হইয়া তাহাকে অবলোকন করত পথের পাশ্বান্তর দিয়া গমন করিল। কিন্তু অৰশেষে এক জন শোমিরোণীয় পৰ্য্যাটক আহত ব্যক্তির নিকট উপনীত হইলেন, এবং তাহাকে বিলোকন পূৰ্ব্বক দয়া হইয় তাহার সমীপগত হইলেন, এবং তৈলেীষধি ও সুরা প্রদান করিয়া আঘাত সকলকে বদ্ধ করিলেন ; অনন্তর তাহাকে স্বীয় বাহনে আৰূঢ় করিয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার তত্ত্বাবধারণ করলেন। পরদিন প্রাতে প্রস্তানের সময় দুইটি মুদ্রা বাহির করিয়া পান্থশালার অধ্যক্ষকে প্রদান পুরঃসর কহিলেন ‘ ইহার তত্ত্বাবধারণ কর; এবং ইহার নিমিত্ত ষাহ। ব্যয় করিবে, তাহা অামি প্রত্যাবর্তন সময়ে তোমাকে অপর্ণ করিব ।’ এখন, যে টের ছন্তে পড়িয়াছিল, তোমার বিবেচনায় এই তিনের মধ্যে কোন ব্যক্তি তাহার প্রতিবেশী? ধৰ্ম্মশাস্ত্রবেত্ত কছিলেন ধিনি তাহার প্রতি দয়া করেন । যিশু বলিলেন, ৰাও, তুমিও তদ্রুপ ব্যবহার কর । : ১২৩*। এক সময়ে তাহারাগমন করিতে করিতে

  • লুক’১৭ ম অ, ৩৮ শ শ্লো ।