পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক গ্রাম মধ্যে প্রবেশ করিলেন; এবং মার্থী নী কোন রমণী যিশুকে স্বীয় নিকেতনে সৎকার করিল। মাখার মরিয়ম্ নামী এক ভগিনী ছিল; গে উপবেশন পূর্বক যিশুর পদসেবা এবং ভাচার আজ্ঞামত কাৰ্য্য করিতে লাগিল । মার্থ বহুবিধ পরিচর্য্যক্ষ ৰিক্লান্ত হইয়া তাহার নিকট আসিয়ার্কছিল ‘প্ৰভোঃ আপনি দেখিতেছেন না ৰেঞ্জামার ভঙ্গিনী বসিয়া থাকাতে একক আমাকে কৰ্ম্ম করিতে হইতেছে ? অতএৰ উহাকে আসিয়া আমার সহকারিতা করিতে বলুন " যিশু উত্তর করিলেন, মার্থ মার্থী ! তুমি বহু বিষয়ে ব্যাপৃত হইয়া পড়িয়াছ ; কিন্তু একটি বিষয়ই প্রয়োজনীয় ; মরিয়ম সেই সম্ভাগটি মনোনীত করিয়াছে; অতএব উহার নিকট হইতে তাহা প্রতিনীত হইবে না। ১২৪* ৷ একদা তিনি কোন স্থানে ঈশ্বরারাধনা করিতেছিলেন ; উপাসনা শেষ হইলে এক জন শিষ্য কহিলেন প্রভো! যোহন ষে ৰূপ স্বীয় শিষ্যদিগকে প্রার্থনাবিষয়ে শিক্ষা দিয়াছিলেন, আপনিও আমারদিগ্নকে তস্কপ শিক্ষা দিউস্ ? যিশু কছিলেন, প্রাখনার সময় তোমরা এই ৰূপ বলিৰে : 'ছে পরমপিতঃ, তুমি আরাধ্যমান হও । তোমার মুখরাজ্য আগমন

  • লুক ১১ শ অ, ১ ম শ্লো ।