পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I ১৩৮ J অামার সমীপে রছিয়াছে; স্নান সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি কীদ্বশ ভারগন্ত (১২৪) রহিয়াছি! তোমরা কি মনে কর আমি পৃথিবীতে শান্তিপ্রচারার্থ আসিয়াছি ? আমি বলিতেছি, তাহা নহে; বরং কলহ উদ্দীপনার্থ আসিয়াছি; যেহেতু, এ সময়াবধি এক গৃহে পাচ জন থাকিলে দুই জন তিন জনের বিরুদ্ধ, এবং তিন জন দুই জনের বিরুদ্ধ হইবে। পিতা পুত্রের বিপক্ষ, পুত্র পিতার বিপক্ষ হইবে, সাভা কন্যার বিরুদ্ধ, কন্যা মাতার বিরুদ্ধ হইবে ; শ্বশ্রী পুত্রবধুর বিপক্ষ, পুত্রবধূ শ্বশ্নর বিরুদ্ধ হইবে (৫৯) ১৪০। তিনি লোকদিগকেও কহিলেন, যখন তোমরা পশ্চিমে মেঘ দর্শন কর, তখন যুগপদ বলিয়া থাক ‘বৃষ্টি আসিবে; বাস্তবিকও তাহা ঘটে। যখন তোমরা প্রত্যক্ষ কর দক্ষিণদিক হইতে বায়ু বহমান হুইয়াছে, তখন বলিয়া থাক, ‘গ্রীষ্ম হইৰে; ৰাস্তবিকও তাহা ঘটে। হে ভণ্ডতাপসসকল ! তোমরা আকাশ ও পৃথিবীর ভাব দেখিয়া যথার্থ বিবেচনা করিয়া থাক; কিন্তু বর্তমান সময়ের ভাব দেখিয়া বুঝতে পার না? তোমরা আপনারাই কেন যখুর্থ বিচার না কর? (১২৪) অর্থাৎ যাবৎ ধৰ্ম্মবারি দ্বারা লোকদিগকে পবিত্র করিতেন পারিতেছি, তাবৎ কৗদ্বশ ভারগ্রস্ত রহিয়াছি !