পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $83 I ভালই; নতুবা আপদি ইহাকে ছেদন করিবেম {>२१) !' ১৪৪* । যিশু বিশ্রামবারে রোগাক্রান্তদিগকে নীরোগ করিয়াছিলেন, এই নিমিত্ত ক্রোধান্ধ হইয়। এক সমাজাধ্যক্ষ লোকদিগকে কছিল ‘ সপ্তাহের মধ্যে ছয় দিন লোকের কার্য্যার্থ নিৰূপিত আছে; তন্মধ্যে এক দিনে রোগপ্রতীকারার্থ আইস ; বিশ্রামবারে কেন ?? যিশু তাহাকে কহিলেন “ হে ভণ্ডতাপস ! তোমারদের মধ্যে প্রত্যেকে বিশ্রামবারে গোশালা হুইতে বৃষ বা গর্দভদিগকে কি জলপানার্থ লইয়া যায় না? অতএব পাপপুরুষ কর্তৃক অষ্টাদশ বর্ষকাল বদ্ধ হইয়াছে যে এই অব্রাহমকন্য, ইহার কি বিশ্রামবারে মুক্ত হওয়া অবৈধ হয় ? এই কথ। বলাতে তাহার শক্ররা লজ্জিত হইল; এবং লোকেরা তদীয় অস্তুত কার্য সকল প্রত্যক্ষ করিয়া আনন্দধনি করিতে লাগিল । o ১৪৫ ৷ তিনি বললেন, কাহার সহিত ঈশ্বরীয় রাজ্যের তুলনা দিব ? ইহা কোন ব্যক্তির উদ্যানরো (১২) অর্থাৎ ধৰ্ম্মপথে চলিতে গিয় স্থলিত হইলেও সে পৰ্থ পরিত্যাগ করিবে না; স ইষ্ণুত অপলম্বন করিলে কৃতকাৰ্য্য হওয়া যাইবে।”

  • লক ১৩ শ অ ১৪ শ্লো ।