t s8 २ ] পিত একটি অতীবীজের ন্যায়; তাহা অঙ্কুরিত হইয়া ক্রমে বৃক্ষ স্বৰূপ ধারণ করে; এবং বিহঙ্গমের আসিয়া তাহার শাখায় নীড় নিৰ্ম্মাণ করে । তিনি পুনৰ্ব্বার বলিলেন, ঈশ্বরীর রাজ্যের সহিত কাহার তুলনা দিব? ইহা তালরসের সদৃশ; তাহ যদি কোন স্ত্রী কর্তৃক তিন মান অন্নের নিয়ে রক্ষিত হয়,তথাপি সমস্ত অন্ন রসাত্ত হইয়া ষার (১২৮) । তিনি পরে নগরে নগরে গ্রামে গ্রামে উপদেশ দিয়া যি রুশালেমের অভিমুখে চলিলেন । ১৪৬ ৷ এক ব্যক্তি র্তাহাকে কছিল ‘প্রভো ! অপলোক কি মুক্তি পাইবে ? তিনি কহিলেন, অপ্রসারিত পথ দিয়া প্রবেশ করিতে চেষ্টা পাও ৷ অনেকে চেষ্টা করিয়াও প্রবেশ করিতে সমর্থ হয় না। গৃহ ধ্যক্ষ যদি উত্থান করিয়া দ্বার রুদ্ধ করেন, এবং তোমরা বহির্দেশে দণ্ডায়মান হইয়া দ্বারে আঘাত পূৰ্ব্বক ৰল ‘প্ৰভো! প্রভো দ্বার উদঘাটন করুন, তবে তিনি উত্তর করিবেন তোমরা কোথা হইতে আসিয়াছ, আমি জানি না ।” তখন তোমরা বলিবে আমরা আপনার সমক্ষে পান ভোজন করিয়াছি; আপমি অামারদের বক্স মধ্যে ধৰ্ম্মোপ £, (১২%) অর্থাৎ সত্য, মিথ্যাম্বারা আচ্ছাদিত হইলে—ধৰ্ম্ম, পাপ দ্বার আচ্ছাদিত হইলেও ক্রমশঃ প্রকাশিত হইবে।
পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।