পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪ঞ্জ } দেশ দিয়াছেন । তিনি বলবেন, “শুন, আমি জানি । না তোমর কোন স্থান হইতে আসিয়াছ । হে পাপকারী লোকসকল ! অন্তর হও । যখন তোমরা দেখিবে অব্রাহম, ইসহাক্, যাকুব, এবং অন্যান্য ঋষির কৈবল্যধামে উপবিষ্ট আছেন, তোমরা বহিস্কৃত হইয়াছ, তখন তোমরা রোদন করিবে, এবং শোকে দশন ঘর্ষণ করবে। অনেকে পূৰ্ব্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক হইতে আসিয়া কৈবল্যধামে স্থান প্রাপ্ত হইবেন । অনেক শেষ গতব্যক্তি প্রথমাগতদের মধ্যে গণ্য হইবেন ; এবং অনেক প্রথমাগত ব্যক্তি ও শেষাগতদের মধ্যে গণ্য হইবে। ১৪৭ ৷ সেই দিবস কোল কোন ফিরুসি আসিয়া ক্টাচাকে কহিল ‘এস্থান হইতে অন্তর হও ; ফিরোদ তোমার বিনাশের চেষ্টায় আছে। তিনি তাহারদিগকে কহিলেন, তোমরা গিয়া সেই শৃগালকে বল ঘে আমি প্রেতবাহিতলোকদের প্রতীকণর করিতেছি, এবং অদ্য ও কল্য রোগপ্রতীকার করিয়া তৃতীয় দিবসে পূর্ণকাম হইব। আমি অদ্য, কলা, এবং পরশ্ব ভ্রমণ করিব; যেহেতু ষিরুশালেমের বহির্দেশে । কোন ঋষির বিনাশ হইবে, এমত হইতে পারে না । ং মিরুশালেম রিশালেম! তুমি ঋষিদিগকে বধ कन्न, 4द९ वैशङ्ग :फॉभाद्र गुमैौ८* cथक्लि ईन,