পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহারাদগকে উপলপ্রহার কর । কুকুট যেমন্ত স্বীয় পক্ষতলে শাবকদিগকে একত্রিত করে, তোমার পুত্রদিগকে তদ্রুপ একত্রিত করতে আমি কতবার চেষ্টা করিয়াছি; কিন্তু তুমি তাচ্ছিল্য করিয়াছ । দেখ4 তোমার গৃহসকল নিৰ্ম্মনুষ্য হইয়া পড়িয়া থাকিবে । যথার্থ বলিতেছি, যাবৎ তুমি এই বাক্য উচ্চারণ না করিতেছ ‘ ঈশ্বরের নাম গ্রহণ পূৰ্ব্বক যিনি আসেন, তিনি ধন্য, তাবৎ তুমি আমাকে দেখিতে পাইবে ল। (৯৬) । ১৪৮* । তিনি বিশ্রামবারে এক প্রধান ফিরুসর গৃহে ভোজনার্থ প্রবেশ করিলেন; তিনি কি করেন, ইহা অনেকে সতর্ক হইয়া দেখিতে লাগিল। তাহার সমক্ষে এক উদররোগী উপস্থিত ছিল । যিশু ধৰ্ম্মশাস্ত্ৰাধ্যাপক ও ফিরুসিদিগকে সম্বোধন পূৰ্ব্বক বলিলেন, বিশ্রামবারে কি রোগ প্রতীকার কর! বিধেয় ? তাহারা নিরুত্তর রহিল। তৎপর তিনি সেই ব্যক্তিকে রোগগুন্য করিয়া বিদায় দিলেন, এবং তাহারদিগকে কছিলেন, বিশ্রামবারে স্বদি তোমারদের কাহারও একটি গর্দভ কি বৃষ গর্তে পড়ে, তবে তৎক্ষণাৎ গিয়া কি তাছার উদ্ধার ক্ষয় না? এবিষয়ে কেহ আর ভাষাকে প্রত্যুৰ দিতে সমর্থ হইল । بسیاسی بیشینه