পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ - 38 & I • ১৪৯। নিমন্ত্রিত ব্যক্তির প্রধানাসনে উপবেশন করিয়াছে, ইহা দেখিয়া তিনি বলিলেন, যখন উদ্বাহাদি উৎসব ব্যাপারে নিমন্ত্রিত হইবে, তখন আসিয়া প্রধানাসনে উপবিষ্ট হইও না; কি জানি, গৃহাধ্যক্ষ যদি তোমার অপেক্ষা অধিকতর সম্ভ্রান্ত কোন ব্যক্তিকে নিমন্ত্রণ করিয়া থাকেন, এবং তৎপ্রযুক্ত তোমাকে বলেন “ এই ব্যক্তিকে স্থান দাও । ইহা ঘটিলে তোমাকে লজ্জিত হইয়া নীচাসনে গিয়। বসিতে হইবে। অতএব যখন নিমন্ত্রিত হইবে, তখন জাসিয়া নীচাসনে উপবেশন কর; যে তাহাতে তোমার আহবানকৰ্ত্তা তোমাকে বলিত্তে পারেন ‘বন্ধো ! উচ্চতর স্থানে গিন্ন উপবেশন কর । ইহা ঘটিলে তুমি অশনোপবিষ্ট সৰ্ব্বজন সমক্ষে মৰ্য্যাদ। প্রাপ্ত হইবে । যে আপনাকে উচ্চ করে, সে নীচত্ব প্রাপ্ত হইবে; এবং যিনি আপনাকে বিনীত করেন, তিনি উচ্চীকুত হইবেন । ১৫০ । তিনি নিমন্ত্রণকারীকেও বলিলেন, যখন মধ্যাহ্ন বা নিশাভোজনের আয়োজন কর, তখন, বন্ধুবৰ্গ, ৰা জ্ঞাতিবর্গ, বা কুটুম্ববৰ্গ কিছু ধনাঢ: প্রতিবেশীদিগকে নিমন্ত্রণ করিও না; যেহেতু তাহার। শ্লেমাৰে নিমন্ত্রণ করতে পারে; তদ্বারা তোমার, প্ৰভুলগুড়ি টবে , কিন্তু ক্তোঞ্জ প্রস্তুৰ, কট্রন্থ