পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t s8१ ] করিল। তখন তিনি ক্রুদ্ধ হইয়া ভৃত্যকে বললেন “ত্বরায় গিয়া নগরের বৃহৎ পথ ও ক্ষুদ্র পথসকল হইতে দরিদ্র, বিকলাঙ্গ, খঞ্জ, এবং অন্ধদিগকে আহান কর । ভূত্য আজ্ঞাপালন পূৰ্ব্বক কছিল * প্রভো ! আপনার অজ্ঞানুযায়ী কাৰ্য্য করিয়াছি ; এখনও স্থান আছে।’ তাহার প্রভু কহিলেন * রাজবৰ্ম্মে এবং নগরের বহিৰ্ব্বত্তী উপবনাদিতে গিয়া লোকসকলকে বল পুৰ্ব্বক লইয়া আইস, যে আমার গৃহ পূর্ণ হয়; যাহার নিমন্ত্রিত হইয়াছিল, তাহারা আমার ভোজের আস্বাদন লইত পারবে ন৷ (১২৯) { ১৫২ ৷ একদা বহুলোক তাছার সঙ্গে যাইতেছিল, তিনি ফিরিয়া তাহারদিগকে বলিলেন, যে ব্যক্তি আমার নিকটে সমাগত হয়, অথচ পিতা, মাতা, স্ত্রী, পুত্ৰ, ভ্রাতা, ভগিনী—বলিতেক, স্বীয় জীবন পৰ্য্যন্ত অপ্রিয় বোধ না করে, সে তামার শিষ্য হইবার যোগ্য নয় (৬১); যে ব্যক্তি আমার নিকট সমাগত হয়, অথচ ক্রুশ ধারণ না করে, সে আমার শিষ্য হইবার যোগ্য নয়। তোমারদের মধ্যে কোন ব্যক্তি (১২৯) তাৎপৰ্য্য—পরমেশ্বর বিহদাঁদিগকে সুখদানার্থ আহবান করিলেন, তাহার অগ্রাহ কfরল ; তখন অপরাপর জাতীয় লোকদিগকে সেই নিমিত্ত আহবান করিলেন।