পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S 8 న ] উপদেশ শ্রবণার্থ তাহার সমীপবৰ্ত্তী হইল। ইহাতে ফিরুসি এবং অধ্যাপকের অসন্তোষ প্রকাশ পূৰ্ব্বক কহিল এই ব্যক্তি পাপক্যীদের সৎকার করে, এবং তাঙ্কণরদের সহিত ভোজন করে।’ তিনি উহারদের প্রতি লক্ষ্য করিয়া এক উপমাবণক্য উল্লেখ করিলেন ; তোমারদের মধ্যে যাহার এক শত মেন আছে, তাঙ্গর যদি একটি মেয অদৃশ্য হয়, তবে সে বনমধ্যে উনশতটি মেষকে পরিত্যাগ করিয়া যাবৎ অদৃশ্য মেষটিকে প্রাপ্ত না হয়, তাবৎ কি তাঙ্গর অনুসন্ধান করে না? যখন প্রাপ্ত হয়, তখন তাহাকে আহাদের সহিত স্কন্ধের উপরে বহন করে ; এবং গৃহে আসিয়া প্রতিবাসী বান্ধবদিগকে আহবান পূৰ্ব্বক একত্রিত করে, এবং তাপ দিগকে বলে আমার সহিত তোমরা আনন্দযুক্ত হও; যেহেতু আমার যে মেঘটি হরাইয় ছিল, তাহা প্রাপ্ত হইয়া, ছি । আমি বলিতেছি, পরলোকে অনুতাপপ্রয়োজনবিহীন একোদশত ধাৰ্ম্মিক ব্যক্তির অপেক্ষা একজন অনুতাপকারীর নিমি ও অধিকতর আনন্দ হইবে । অপিচ, কোন স্ত্রীর যদি দশটি রৌপ্যমুদ্রা থাকে, এবং সে তন্মধ্যে একটি মুদ্র হারায়, তবে তাহা যাবৎ প্রাপ্ত না হয়, তাবৎ এক বৰ্ত্তী প্রজ্বলিত করির এবং গৃহমাজন করিয়া তাহাকে ক্লি সাবধানে