পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৫ ] হইতে আমার মুদ্র গ্রহণ কর; এবং যাহার দশ মুদ্র আছে, তাহাকে ইহা প্রদান কর । তাছার কছিল প্রভো! উহার দশমুদ্রা তো আছে।’ তিনি বলিলেন যাহার অাছে, তাহাকে প্রদত্ত হইবে; আর যাহার নাই, তাহার যাহা কিছু আছে, তাহাও গৃহীত হইবে (১০০ অrর, আমার যে সকল শত্র আমার রাজ্য প্রাপ্তি বিষয়ে অসম্মত প্রকাশ করিয়াছে, তাহারদিগকে আমার সমক্ষে জনন কর ।” ১৬৭* । প্রধান যাজক ও অধ্যাপকের তদণ্ডেই তাহার গাত্রে হস্তপণের চেটা দেখিতে লাগিল, যেহেতু তাঙ্গর দেখিলেক যে যিশু তাহারদের উদশেই পূৰ্ব্বোক্ত উপমবাক্যের উল্লেখ করিয়াছেন। কিন্তু সাধারণ লোকদিগকে তা হরি ; তয় করিত; অতএব যিশুর বিষয়ে সতর্ক হইয়া রংিল; এবং ধাৰ্ম্মিক ব্যপদেশে তদীয় বাক্যের দোষ ধরিতে পারে, এমত চর সকল প্রেরণ করিল; তাৎপর্য্য এই যে ইহা ঘটিলে তাহার যিশুকে ক্ষমতাবান শাসনকৰ্ত্তার হস্তে অপর্ণ করিতে পারে। চরেরা জিজ্ঞাসা করল ‘স্বামিন আমরা জানি, আপনি যথাতখৰূপে ধৰ্ম্মোপদেশ দেন; কোন মনুষ্যের মর্যাদা রাখেন না; কেবল ঈশ্বরের পথই প্রদর্শন করেন। কে

  • লুক ২ শ অ ১৯ শ প্লে।