পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $ ጎ » ] র্যাহার সত্যব্যবহার, তিনি আলোকে আসিতে চান, যে পরমেশ্বর সমক্ষে তিনি যাব তীয় সৎকার্যের অনুষ্ঠান করেন, তাহা প্রকাশিত হয় । ১৭২ } । এমত সময় অগিতেছে ---ললিতে কি, এই ক্ষণেই অগি ত ইয়ছে, যখন পরমপিতার প্রকৃত উপাসকেরা তাহাকে প্রক্ল তরূপে এবং অtত্মিকৰূপে উপাসনা করিবেন (১১২) । ঈশ্বর পরমাত্মা স্বৰূপ; তাছার উপাসকের। তাহকে প্রকৃত ৰূপে এবং অক্সিকৰূপে উপাসনা করিবেন । ১৭৩ নষ্ট হইতে পারে, এমত অন্নের নিমিত্ত শ্রম করিও না; প্রতুত, নরপুত্র প্রদত্ত অবিনশ্বর জীবনের উপযুক্ত অবিনশ্বর অন্নের নিমিত্ত শ্রম কর; পরমপিতা অবিনশ্বর অন্ন বিতরণার্থ নরপুত্রকে নিযুক্ত করিয়াছেন। ১৭৪} । অধ্যাপক ও ফিরুসির এক ব্যভিচারিণী রমণীকে তাহার সমীপে আনয়ন করিল; এবং সকলের মধ্যে তাহাঙ্কে উপস্থাপিত করিয়া কহিল ১৪২) অর্থাৎ পুষ্পধুপদীপাদি দ্বাব। অৰ্চন না করিয়া "ানে অচন! করিলেন ।

  • বোহন, ৪ থ তা, ২৩ শে । † যোহন ৬ ঠ অ, ২৭ মে ।

বাহনী, ৮ ম অ, ৩ শে ।