পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s१२ ] ‘স্বামিন ! এই স্ত্রী ব্যভিচারাবস্থায় ধূত হইয়াছে; মূসা ধৰ্ম্মশাস্ত্রে এই ব্যবস্থা লিখিয়াছেন যে ঈদৃশ ব্যক্তির প্রস্তরাঘাতে নিহত হওয়া বিধেয় ; এখন আপনি কি বলেন?? তাহার উপহার পরীক্ষার্থ ইহা কহিল, অভিপ্রায় এই যে অসদুত্তর করিলে তাহাকে দুষিত করবে। যিশু যেন তাহারদের বাক্য আকর্ণন করিলেন না এই ভাবে অধোমুখ ইয়া ভূমিতে অঙ্গুলি দ্বারা লিখিতে লাগিলেন। তাহারা পুনঃপুনঃ জিজ্ঞাসা করাতে তিনি বদনে থিত করিয়া তাহারদিগকে কহিলেন, তোমারদের মধ্যে যিনি নিম্পাপ আছেন, তিনি উহাকে প্রথমতঃ প্রস্তরাঘাত করুন । তিনি পুনৰ্ব্বার অধোমুখ হইয়া ভূমিতে লিখিতে লাগিলেন । তাহার এই কথা শুনিয়া আপনারদের স্বাভাবিক ন্যায়পরতা দ্বারা দূষিত হইয়া জ্যেষ্ঠাবধি কনিষ্ঠ পর্যন্ত এক একে সকলেই প্রস্থান করিল ; যিশু একক রহিলেন, এবং সেই স্ত্রী উপহার সম্মুখে দণ্ডায়মানা রহিল। বিশু মুখোত্তোলন পূৰ্ব্বক উক্ত রমণী ব্যতীত অার কাহাকেও না দেখিয়া তাহাকে কহিলেন, মহিলে ! তোমার অপবাদকের কোথায়? কেহ তোমাকে দূষিত করিল না? সে উত্তর করিল না, প্ৰভো! ’ যিশু বলিলেন, আমিও তোমাকে দুষিত করিতেছি না; যাও, আর পাপ করিও না ।