পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $5 ধামে তোমারদের অশেষ পুরস্কার সঞ্চিত রস্থিয়াছে। (১৬) পুৰ্ব্ব পূৰ্ব্ব মহাত্মারা সত্যাবলম্বন নিমিত্ত ক্লেশ ভোগ করিয়া গিয়াছেন । ২ । তোমরা পৃথিবীর লবণ স্বৰূপ (১৭)। কিন্তু লবণ তেজোবিহীন হইলে (অন্ন) কি ৰূপে লবণাক্ত হইবে ? তেজোবিহীন লবণ অকিঞ্চিৎকর পদার্থ ; তাহা নিক্ষিপ্ত হইয়া পদ দ্বারা মর্দিত হয় । তোমরা পৃথিবীর জ্যোতিঃ স্বৰূপ (১৮) । পৰ্ব্বতোপরিস্থ নগর (১৯) কদাপি গুপ্ত থাকে না । করণ্ডিকার তলে রাখিবার জন্য দীপকে প্রজ্বলিত করা যায় (১৬) পুথিবীর সাধারণ লোকেরা এমত কুসংস্কবিপরতন্ত্র, যে মহাত্মার পরমসত্য উপদেশ প্রচার করিলে ও তাঁহ কেবল নুতন এব° তাহারদের ভ্রী স্থ মতের সহিত ঐক্য নয় বলিয়া অগ্রাহ করে, এবং উপদেষ্টাদের শক্র হয় । যিশু প্রায় দুই সহস্র বর্ষ পূৰ্ব্বে লোকের এই ভাব দেখিয়াছিলেন, আমিবা ও এক্ষণে তাঁহাই দেখিতেছি । মমুয্য যদি সকল বিষয় প্রণিধান করিয়া বুঝিত, তবে পৃথিবীতে কলহ বিগ্রহের কত চ পশু হুইভ ! ১৭) লবণের তিন গুণ: তীক্ষুত্ব, স্বাদুকরত্ব, ও পুতিনিরাসকত্ব তদনুসারে শিষ্যের তেজস্বী হইবে, অর্থাৎ সত্য ধৰ্ম্ম কোন মতেই পরিত্যাগ করিবে না, অথচ লোকের প্রিয় কর হইলে, এবং উপদেশাদির দ্বার লোকদিগকে ভ্ৰষ্ট হইতে দিবৈক না । (১৮) তোমরা জ্ঞানীলোক বিকীর্ণ করিবে । (১৯) মগর যেমত লোক সমক্ষে निड्ड থাকে, তোমারদের চরিত্র ও তদ্রুপ হওয়া উচিত।