[ s२ ] না (২); প্রত্যুত, গৃহাভ্যন্তরবর্তী সকলেই আলোক পাইতে পারে, এজন্য সেই দীপ দীপবৃক্ষের উপর রক্ষিত হয়। তদ্রুপে মানবগণ সমক্ষে তোমারদের আলোক কিরণ বিস্তার করুক; মনুষ্য বৃন্দ তোমারদের সৎকাৰ্য্য সমুহ নিরীক্ষণ করিয়া সুখকর পরমেশ্বরের মহিমা কীৰ্ত্তন করুক । ৩ । এমত ভাবিও না যে আমি ধৰ্ম্মশাস্ত্র (২১) ও ভবিষ্যশাস্ত্র (২২) প্রলোপ করিবার নিমিত্ত আtসিয়াছি । আমি লোপ করিবার জন্য আসি নাই, প্রত্যুত সম্পূর্ণ করণার্থ আসিয়াছি (২৩) । যথার্থ কহিতেছি, যাবৎ আকাশ ও ভূমণ্ডলের প্রলয় ন৷ হইতেছে, তাবৎ অসম্পন্ন থাকিয়া ধৰ্ম্মশাস্ত্রের ( ০) যেমত লোকদিগকে দেখাইবার জন্য সদাচরণের আড়ম্বর করিবে না, সেই ৰূপ লোক ভয়ে ও স্বীয় ধর্মকে গুপ্ত রাখিবে ন} । - (১১) মুসা প্রণীত ধৰ্ম্মসংহিত । (২২) যিহুদা দেশীয় ভবিষ্যদ্বক্ত ঋষিদের প্রণীত গ্ৰীষ্টচয় | - (২৩) তাহার অভিপ্রায় এই—যথার্থ ঐশিক নিয়মৰূপ যে ধৰ্ম্ম ও নীতি বিষয়ক তত্ত্ব সকল, ষাহী তোমরা বিশ্বাস কর, সে সকলের অবমাননা করিতে অলিয়াছি, এমত বিবেচনা করিও না ; বরঞ্চ স্পষ্টতর এবং পুণতর ৰপে সে সকল তত্ত্বের ব্যাখ্যান নিমিত্ত এবং তাঁহারদের অবিশ্যকতা প্রতিপাদনার্থ আসিয়াছি। সে সকল তত্ত্ব অপরিবর্তনীয়। — Norton,
পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।