পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Τ δισ. g আমি যথার্থ বলিতেছি, তাহারা আপনারদের উপযুক্ত পুরস্কার পাইবে । কিন্তু তোমারদের দান করিবার সময় তোমার দক্ষিণ হস্তের কার্য্য যেন বাম হস্ত জানিতে না পারে; গোপনে দান করিবে বটে, কিন্তু তোমারদের সবান্তর্যামী পিতা প্রকাশ্বৰূপে পুরস্কার দিবেন। ৮ । অপিচ, লোকপ্রদর্শনার্থ ভণ্ডতাপসের দেবালয় বা পথিপাশ্বে দণ্ডায়মান হইয়। যেমন স্তোত্র পাঠ করে, তোমরা সেৰাপ করিও না । আমি যথার্থ বলিতেছি, ভগুতাপসদের উপযুক্ত পুরস্কার আছে । কিন্তু তোমরা স্তোত্রপাঠ করিবার সময় কুটার মধ্যে বদ্ধ হইয়া তোমারদের সৰ্ব্বান্তৰ্যামী পিতার আরাধনা কর; তোমারদের যে পিতা গোপনকৃত কাৰ্য্য সকল প্রত্যক্ষ করেন, তিনি প্রকাশ্বৰূপে পুরস্কার দিবেন। ঈশ্বরোপাসনার সময় স্লেচ্ছদের (৩৪) ন্যায় তোমরা কেবল বৃথা পুনঃ পুনঃ নাম (৩৪) যিহদী ভিন্ন লোক। পৃথিবীর লোকে এমত অন্ধ বে আপনারদের জাতিকে অাৰ্য্য, তদ্ভিন্ন অপরাপর জাতিকে মুচ্ছ বৰ্ব্বরাদি শব্দ দ্বার বাচ্য করে। প্রাচীন যবন (গ্রীক) প্রভূতি জাতির মধ্যে এই ঘৃণাহ রীতি ছিল, এবং অদ্যপি হিন্দু বিহুদী, চীন প্রভূতি জাতির মধ্যে ইহা বলবতী রহি#াছে। যিশু কেবল দেশীয় রীভ্যনুযায়ী অন্য জ্ঞাতিকে মেচ্ছ বলিতেছেন ; কিন্তু কোন জাতিকে যে নীচ জ্ঞান করিতেন ন, তাহীর বহু প্রমাণ দিয়াছেন।