পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৩ ] বিচারিত হইবে ? যে মানে তোমরা অন্যকে দ্রব্য দিবে, সেই মানে আপনারা পাইবে । তোমার নিজের নৈত্ৰে কাষ্ঠ খণ্ড রহিয়াছে, তথাপি কি বলিয়া তোমার ভ্রাতার নেত্রস্থ তুণ খণ্ডকে দেখিতেছ? (৪২) কি ৰূপেই বা ভাতাকে বল যে তোমার চক্ষু হইতে তৃণ বাহির করিয়া দি, যখন তোমার নিজের চক্ষুতে এক প্রকাগু কাষ্ঠ রহিয়াছে ? হে ভগুতাপস ! অগ্ৰে নিজের চক্ষুর কাষ্ঠকে বহির্গত কর, পরে পরিষ্কার দেখিয়া ভাতার চক্ষুস্থ তৃণ বাহির করিতে পারবে । ১৪। পবিত্র বস্তু কুকুরকে দিও না, শূকরের সম্মুখে ও মুক্ত বিকীর্ণ করিও না; পশ্চাৎ তাহারা লব্ধ বস্তুকে পদ দ্বারা মর্দন করে, ও ফিরিয়া তোমারদিগকে আঘাত করে । ১৫ । প্রার্থণা কর, প্রাপ্ত হইবে; অনুসন্ধান কর দেখিতে পাইবে; আঘাত কর, দ্বার মুক্ত হইবে । নে কেহ প্রার্থনা করে, সে প্রাপ্ত হইবে ; যে কেহ অনুসন্ধান করে, সে দেখিতে পাইবে ; এবং যে কেহ আঘাত করে, তাহার নিমিত্ত দ্বার মুক্ত হইবে । •(৪২) নীচঃ সর্ষপমাত্রাণি পরচ্ছিদ্রাৰিপশ্যতি । আত্মনে বিলমাত্রাণি পশ্যম্নপি ন পশ্যতি —গরুড়পুরাণে। 'নীচ ব্যক্তি পরের গর্ষপতুল্য ছিদ্রকেও দেখে, কিন্তু আপনার বিলপ্রমাণ ছিদ্রকে দেখিয়াও দেখে ন ।