পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৫ ] পাওয়া যায়? উত্তম বৃক্ষে উত্তম ফলই ফলে, আর মন্দ বৃক্ষের প্রমাণ মন্দ ফল । উত্তম বৃক্ষ নিকৃষ্ট ফল উৎপাদন করে না, এবং নিকৃষ্ট তরুও উত্তম ফল উৎপাদন করে না। নিকৃষ্ট ফল ধারণ করে, এমত বৃক্ষ নিৰ্ম্মলিত হইয়া অগ্নিতে নিক্ষিপ্ত হয় । অতএব তোমরা ফলের দ্বারা তাহারদিগকে জা নিবে । ১৮। যে আমাকে কেবল প্রভু প্রভু বলে, সে মুখধামে প্রবেশ করিতে পারিবে না; কিন্তু যিনি অtমার পরমপিতার আজ্ঞা প্রতিপালন করেন, সুখধামে র্তাহারই অধিকার । অনেকে কোন সময়ে আমাকে বলিবে, " প্রভো ! প্রভো! আপনার নামে আমরা ধৰ্ম্মোপদেশ প্রচার করিয়াছি, আপনার নামে অtমরা ভূতাবিষ্টদিগকে বিমুক্ত করিয়াছি, ও আপনার নামে আমরা কত অদ্ভূত কাৰ্য সাধন করিয়াছি।” আমি তাহারদিগকে বলিব : আমি তোমারদিগকে জান না; হে মন্দকারী লোকসকল! অন্তর হও।” ১৯। ষে ব্যক্তি আমার উপদেশ শ্রবণ করেন, ও তদনুযায়ী ব্যবহার করেন, সে ব্যক্তি অতি বুদ্ধমান; তিনি পৰ্ব্বতোপরি গৃহ নিৰ্ম্মাণ করেন ; যখন বর্ষ। আগত হওয়াতে স্রোত বহে, ও বাত্য উপস্থিত হুইয়া গৃহোপরি বহমান হয়, তখন সে গৃহ পতিত