পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৩ } হয় না; কারণ তাহা পৰ্ব্বতোপরি স্থাপিত হইয়াছে (৪৫)। আর ধে ব্যক্তি আমার উপদেশ শুনিয়ু তদনুসারে না চলে, সে অতি নিৰ্ব্বোধ; সে ব্যক্তি বালুকার উপরে গৃহ নিৰ্ম্মাণ করে; যখন বর্ষ আসিবাতে স্রোত বহে, ও বাত্য উপস্থিত হইয়া গৃহোপরি বহমান হয়, তখন তাহা পতিত হইয়া সৰ্ব্বতোভাবে নষ্ট হইয়া থাকে। যিশু উপদেশ শেষ করিলে লোক সকল বিস্মিত হইল; যেহেতু তিনি শাস্ত্রাধ্যাপকদের ন্যায় উপদেশ দিলেন না; তাছার কথা দ্বারা তাহাকে এক ক্ষমতাবান লোকের ন্যায় বোধ হইল । ২০* । একদা যিশু গৃহ মধ্যে ভোজন করিতেছিলেন, তৎকালে তদীয় শিষ্যবৰ্গ এবং বহুসংখ্য করসংগ্রাহক ও পাপপীড়িভ ব্যক্তি র্তাহার সহিত একাসনে বসিয়াছিল। ফিরুসিরা ইহা দেখিয়া র্তাহার শিষ্যদিগকে কহিল, ‘তোমারদের গুরু ষে করসংগ্ৰtহুক ও পাপীদিগের সহিত ভোজন করিতেছেন? ? কিন্তু যিশু তাহারদের প্রশ্ন আকর্ণন করিয়া বলিলেন, রোগীদিগের নিমিত্তই চিকিৎসৰুের প্রয়োজন, আরোগীদিগের নিমিত্ত নহে । ৯ (৪৫) অর্থাৎ ধৰ্ম্ম মনে বদ্ধমূল হইলে সৰ্ব্বপ্রকার সাংসারিক বিপদুকে তুচ্ছাকৃত করা যায়।.

  • মথি ৯ ম ১৫ মে {