[ ૨૧ ]
- আমার দক্ষিণে প্রয়োজন, বলিদানে নহে? (৪৬) এই শাস্ত্রোক্তির মৰ্ম্ম তোমরা গিয়া অবগত হও। আমি কুচরিত্রদিগকে অনুতাপপ্রবৃত্তি দিতে আসিয়াছি, কিন্তু সাধুসকলকে দিবার নিমিত্ত আসি নাই । -
২১। কিরৎকাল পরে, যোহনের (৪৭) শিষ্যেরা, আসিয়া কহিল, ‘ফিরুসিরা এবং আমরা সৰ্ব্বদা উপর বাস শুরয়া থাকি, আপনার শিষ্যেরা কেন উপবাস * না করে?? যিশু উত্তর করিলেন, যাবৎ বর সঙ্গে থাকে, তাবৎ তাহার সহচরেরা কি শোক করিবার, অবকাশ পায়? কিন্তু এমত সময় আদিতেছে, ༈ས་མ་ বর তাহারদের সহিত থাকিবে না, তখন তাহার। উপবাস করিবে(৪৮)। পুরাতন পরিচ্ছদে কেহ নুতন (৪৬) পরমেশ্বরের উক্তি ৰূপে কথিত ; অর্থ এই যে পরমেশ্বর দয়াধৰ্ম্মাদি সৎকাৰ্য্য অনুষ্ঠানে প্রসন্ন হন, কেবল যজ্ঞহোমাদি ক্রিয়াকলাপের অনুষ্ঠানে প্রসন্ন হন না । (৪৭) যোহন, সিখরিয় নামক ঋত্বিকের ঔরসে এবং -ইণীশেবার গর্ভে জন্মিয়ছিলেন; তিনি যিশু খৃষ্ট্রের কুটুম্ব • যিশুর ধৰ্ম্ম প্রচারে প্রবৃত্ত হইবার কিয়ৎকাল পুৰ্ব্বাবধি তিনি বৈরাগাশ্রম অবলম্বন করিয়া ধৰ্ম্মপ্রচার আরম্ভ করেন, এবং . দীক্ষাকালে লোকদিগকে স্বৰ্দন নদে স্বান করাহঁতেন বলিয়৷ “নিমজক’ বা ‘ অবগাহক’ উপাধি প্রাপ্ত হন। র্তাহার অনেক শিষ্য ছিল | ېد* (৪৮) উপবাস কষ্ট.প্রকাশের চিহ্ন স্বৰূপঃ অতএব যিশুর উত্তরের তাৎপৰ্য্য এই কেষাবৎ আমি স্বকীয় শিষ্যদের