[ ૨૪ ] নিরীহ হও । মনুষ্যদিগের বিষয়ে সাবধান! তাহার। তোমাৰুদিগঞ্চে বিচারালয়ে অপর্ণ করিবে, ও সমাজ মধ্যে যন্ত্রণা দিবে। আমার অনুগামী বলিয়া তোমর রাষ্ট্রাধিপতি ও নৃপগণ সমক্ষে তাহারদের ও বৰ্ব্বরদের প্রতি সাক্ষ্য স্বৰূপে আনীত হইবে (৫২) । যখন লোকেরা তোমারদিগক্লে এই কপে অপর্ণ করিবে, তখন কি কহবে, কি কপে কহিবে, এ বিষয়ে উদ্বিগ্ন হইও না; কারণ, তৎকালে যাহা বলা উপযুক্ত, তাহ বলিবার ক্ষমতা সেই সময়েই প্রদত্ত হুইবে; তৎকালে তোমরা কহিবে না, কিন্তু তোমারদের পরমপিতা তোমারদের দ্বারা বলিবেন (৫৩) । ২৩ । ভ্রাতা ভুতাকে মৃত্যু মুখে অপর্ণ করিবে, পিতা পুত্রকে অপর্ণ করিবে, পুত্রের পিতা মাতার বিরুদ্ধ হইয়া তাহারদের মৃত্যুর কারণ হইবে { আমার অমুগামী বলিয়া সকলেই তোমারদিগকে {৫২) অর্থাৎ আমার প্রণীত ধর্মের সততার সাক্ষ স্বৰূপে আনীত হইবে ; তোমরা লৌকিক মতের বিরুদ্ধ বলিয়া শাসনকৰ্ত্তাদের সমক্ষে আনীত হইবে, কিন্তু তখন এই ধর্মের সত্যত বিষয়ে সাক্ষ্য দিবে। %৩) লোক সমাজে যাহারা ইতর বলিয়৷ খ্যাত, সেইৰূপ লোকসকলকেই যিশু শিষ্য করিতে আরম্ভ করেন ; সুতরাং তাহারা অকৃতরিদ্য এবং অবাকৃপটু ছিল ; অতএব বিশু ভরসা দিতেছেন যে তোমরা ধৰ্ম্মরূপ যে পদার্থ লাভ করিয়ছি, তাহার বলেই উত্তম বক্তৃত করিতে পারবে। •
পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।