পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩২ ] ২৪ । যাহার কেবল শরীরকেই বধ করিতে পারে, কিন্তু আত্মা বিনাশে অসমর্থ, তাহারদিগকে ভয় করিও না; বরং কেবল র্তাহাকেই ভয় কর, যিনি আত্মা ও শরীর উভয়কেই নিরয়ে নিক্ষেপ করিতে পারেন। ছুইটী চটক কি এক পণে বিক্রীত হয় না ? কিন্তু তন্মধ্যে একটি ও তোমারদের পরমপিতার অজ্ঞাতসারে ভূমে পতিত হয় না। তোমারদের মস্তকের সমুদায় কেশ উাহার নিকট সংখ্যাত আছে। অতএব ভয় করিও না; অনেক চটকের অপেক্ষা তোমরা অধিক মূল্যবান পদার্থ। যে ব্যক্তি সাধারণ সমক্ষে আমার শিষ্য বলিয়া পরিচয় দিতে পরিবে, আমার শিম্য বলিয়। আমি পরমপিতার নিকট তাহার পরিচয় দিব; কিন্তু যে ব্যক্তি সাধারণ সমক্ষে আমার শিষ্য বলিয়া পরিচয় দিতে ন পরিবে, সে আমার শিষ্য নয় বলিয়া অামি পরমপিতার নিকট পরিচয় দিব। পৃথিবীতে সম্প্রীত আনিতে আসিয়াছি, এমত মনে করিও না ; আমি শান্তি আনি নাই, কিন্তু তরবারি অানিয়াছি (৫৮); তদ্বারা পুত্র পিতার বিরুদ্ধ হইবে, কন্যা মাতার বিরুদ্ধ হইবে, পুত্রবধূ শ্বশুর বিরুদ্ধ হইবে; এই ৰূপে (৫৮) তরবারি কলহুযুদ্ধের প্রতিপাদক ।